SRH vs KKR: ক্লাসেনের শতরান, হেডের ৭৬, KKR বোলারদের বলে বলে মাঠের বাইরে ফেলে ২৭৮ তুলল SRH
Heinrich Klaasen: আইপিএলের ইতিহাসের তৃতীয় দ্রুততম (যুগ্মভাবে) ৩৭ বলে শতরান করেন হেনরিখ ক্লাসেন।

নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে প্রচুর রান উঠবে, এমন পূর্বাভাস ছিলই। তবে এত উঠবে তা হয়তো কেউই ভাবতে পারেননি। গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ মরশুমের শুরুটা ২৮৬ রান তুলে করেছিল। তারপর বাকি মরশুমটা হতাশাজনকই কেটেছে। কিন্তু মরশুমের শেষ ম্যাচে আবার বিরাট রান তুললেন ট্র্যাভিস হেডরা (Travis Head)। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (SRH vs KKR) তিন উইকেটের বিনিময়ে ২৭৮ রানে থামল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। সৌজন্যে হেড ও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)।
৪০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন হেড। আর এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া হেনরিখ ক্লাসেন হাঁকালেন সেঞ্চুরি। মাত্র ৩৭ বলে আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। কেবল সুনীল নারাইনই বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচে খানিকটা প্রভাব ফেলেন। বাকি নাইট বোলারদের কথা যত কম বলা যায় ততই মঙ্গল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন অভিষেক শর্মা ও হেড। চার ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে সানরাইজার্স। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৭৯ রান উঠে। পাওয়ার প্লে শেষের পরের ওভারেই অভিষেককে ফেরান সুনীল নারাইন। নারাইনের বিরুদ্ধে পর পর দুই ছক্কা মেরেছিলেন অভিষেক শর্মা। তবে তাঁকে ঠিক পরের বলেই ৩২ রানে সাজঘরে ফিরিয়ে শেষ হাসি হাসলেন তিনিই। এতে অবশ্য সানরাইজার্সের রানের গতি কমেনি।
বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন হেড। ২৬ বলে মরশুমের তৃতীয় অর্ধশতরান পূরণ করেন অজ়ি তারকা। তাঁকে সঙ্গ দিতে এদিন তিনে ব্যাটিংয়ে নামেন ক্লাসেন। প্রোটিয়া তারকা ১৭ বলে হাফসেঞ্চুরি করে নিজের মনোভাব স্পষ্ট করে দেন। ৭৬ রানে হেডকে ফেরানোর পর নারাইন ভেবেছিলেন রানের গতি হয়তো খানিক কমবে। তবে তা আর হল কই। ক্লাসেন বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করলেন কেকেআর বোলাররা।
৩৭ বলে কেরিয়ারের দ্বিতীয় আইপিএল শতরান পূরণ করে ফেলেন ক্লাসেন। মাঝে ২৯ রানে ঈশান কিষাণকে আউট করেন বৈভব আরোরা। তবে হেসেখেলে ২৫০ রানের গণ্ডি পার করে সানরাইজার্স। এই নিয়ে পঞ্চমবার ২০ ওভারের ক্রিকেটে ২৫০ রানের গণ্ডি পার করল সানরাইজার্স, যা সর্বকালীন রেকর্ড। ১০৫ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। টানা পাঁচ হারের পর কেকেআরের বিরুদ্ধে জয়ের খোঁজে প্রথমার্ধটা কিন্তু সানরাইজার্সের জন্য ভালই কেটেছে।




















