IPL 2025: স্বপ্নের শুরু, নতুন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্সের হয়ে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন ঈশান কিষাণ
Ishan Kishan: মাত্র ৪৫ বলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরানটি হাঁকালেন ঈশান কিষাণ।

হায়দরাবাদ: স্বপ্নের শুরু। নিজের নতুন আইপিএল (IPL 2025)ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরুটা যে এমনভাবে করবেন, তা কি ঈশান কিষাণও (Ishan Kishan) ভাবতে পেরেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে প্রথম ম্যাচেই তাঁর ব্যাট থেকে ৪৫ বলে এল সেঞ্চুরি। তাঁর ব্যাটে ভর করেই রাজস্থান রয়্যালসেক বিরুদ্ধে রেকর্ড রান তোলার পথে অগ্রসর সানরাইজার্স হায়দরাবাদ।
২০১৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়েই আইপিএল মাতিয়েছেন ঈশান কিষাণ। তবে এবারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নিলামে সানরাইজার্স ঈশানকে দলে নেয়। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে যে কোনও তারকাই শুরুটা ভালভাবেই করতে চাইবেন। ঈশান শুরুটা করলেন স্বপ্নের মতো। শুরুর দিকে অভিষেক শর্মা ২৪ রানে ফেরার পর ঈশান ব্যাটে নামেন। তিনি ব্যাটে নামার পর যাতে রানের গতি না কমে, সেই দায়িত্ব ছিল ঈশানের কাঁধে। তিনি যে সেই দায়িত্ব একেবারে দুরন্তভাবে পালন করেন, তা বলাই বাহুল্য।
হেডের সঙ্গে মিলে ৩৮ বলে ৮৫ রান যোগ করেন ঈশান। হেডকে তুষার দেশপাণ্ডে ৬৭ রানে ফেরালেও ঈশান কিষাণ কিন্তু থামেননি। তিনি বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ছিল আগাগোড়া শাসন। স্পিন হোক বা ফাস্ট বোলিং, ঈশান সকলের বিরুদ্ধেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। ২৬ বছর বয়সি তারকা শতরানের কাছাকাছি পৌঁছলেও কিন্তু তিনি এদিন থামেননি। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজনীয় ছিল, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে যান তিনি।
𝙏𝙝𝙖𝙩 𝙢𝙖𝙞𝙙𝙚𝙣 #TATAIPL 𝙘𝙚𝙣𝙩𝙪𝙧𝙮 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜 🧡
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
A special first for Ishan Kishan as he brought up his 💯 off just 45 balls 🔥
Updates ▶️ https://t.co/ltVZAvInEG#SRHvRR | @SunRisers | @ishankishan51 pic.twitter.com/8n92H58XbK
দশটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ৪৫ বলে আসে তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরি। ঈশান শেষমেশ ১০৬ রানে অপরাজিত থাকেন। এদিন ঈশান বিশ ওভারের ফর্ম্যাটে পাঁচ হাজার রানও পূরণ করে ফেলেন। ১০৫টি ম্যাচ খেলে তিনি পাঁচ হাজার রান পূরণ করলেন। রাজস্থানের জার্সিতে নিজের প্রত্যাবর্তন ম্যাচে রেকর্ড গড়লেন জোফ্রা আর্চার। তবে এ রেকর্ড লজ্জার। নিজের চার ওভারে কোনও উইকেট না নিয়ে ৭৬ রান খরচ করেন তিনি। এক ম্যাচে চার ওভারে এত রান আর কোনও বোলার খরচ করেননি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
