IPL 2025: কাউকে কাঠগড়ায় তুলতে চাই না, প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর বলছেন কেকেআরের ক্যাপ্টেন
KKR vs RCB: কেকেআর ইনিংসের শুরুতেই দুই বাঁহাতি ব্যাট করেছেন। কুইন্টন ডি'কক ও সুনীল নারাইন। তাতে কি প্রতিপক্ষের সুবিধা হচ্ছে না?

সন্দীপ সরকার, কলকাতা: প্র্যাক্টিস ম্যাচে রান পাননি। তবে আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RCB) নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন। দল যদিও প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। আরসিবির কাছে হারলেও দায় ঠেলাঠেলির খেলায় নারাজ রাহানে।
ইডেনে প্রথম ম্যাচে পরাজয়ের পর কেকেআর ক্যাপ্টেন বলেছেন, 'একটাই ম্যাচ হয়েছে সবে। যারা মিডল অর্ডারে ব্যাট করেছে, তারা বিধ্বংসী। আগ্রাসী ব্যাটিং করে। আজ পারেনি। কিন্তু এর জন্য কাউকে কাঠগড়ায় তুলতে চাই না। আমরা একে অপরকে সমর্থন করে যেতে চাই। সেটাই আমাদের লক্ষ্য।'
তিনি ও সুনীল নারাইন ছাড়া আর কেউ বড় রান পাননি। যদিও মিডল অর্ডারের পাশেই থাকছেন রাহানে। বলছেন, 'রিঙ্কু কেকেআর ও ভারতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে খুব ভাল খেলেছে। মাঝে মধ্যে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং লাইন আপ সাজাতে হয়। সেই পরিস্থিতিতে আমি ও বেঙ্কটেশ আইয়ার আউট হওয়ার পর অঙ্গকৃষকে নামানো সঠিক বিকল্প ছিল। কারণ হাতে তখনও অনেক ওভার ছিল।'
কেকেআর ইনিংসের শুরুতেই দুই বাঁহাতি ব্যাট করেছেন। কুইন্টন ডি'কক ও সুনীল নারাইন। তাতে কি প্রতিপক্ষের সুবিধা হচ্ছে না? রাহানের কথায়, 'কী কম্বিনেশন খেলাতে চাইছি সেটা গুরুত্বপূর্ণ। কুইন্টন ডি’কক এই ফর্ম্যাটে বিধ্বংসী ব্যাটিং করেছে। সুনীল কী করতে পারে আমরা জানি। গুরবাজ দারুণ ক্রিকেটার। কিন্তু সবাইকে তো একসঙ্গে খেলানো যায় না। কুইন্টন ও সুনীল বিধ্বংসী হয়ে উঠতে পারে। আরসিবিও দুজন ডানহাতি ওপেনারকে একসঙ্গে খেলাচ্ছে – ফিল সল্ট ও বিরাট কোহলি।'
নিজের ইনিংস নিয়ে রাহানে বলেছেন, 'আশা করছি আপনারা আমার ব্যাটিং উপভোগ করেছেন। আসল কথা হল আমি দলের জন্য অবদান রাখতে পারছি কি না। সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কত রান করলাম সেটা বড় কথা নয়। ৫৬ রান করার পর দল জিতলে ভাল লাগত।'
কেকেআর ক্যাপ্টেন যোগ করেছেন, 'প্রত্যেক ২-৩ বছর ছাড়া ক্রিকেটার বদল হয়। এটা তো টুর্নামেন্টের প্রকৃতি। তবে আমাদের দলের নিউক্লিয়াসটা এক আছে। কোনও একটা দলের হয়ে দু’মরসুম খেললে সেই দলের বোলারদের শক্তি-দুর্বলতা নিয়ে স্পষ্ট ধারণা থাকে। সল্টেরও রয়েছে। অবশ্যই ও গত কয়েক মরশুম ধরে ভাল খেলছে। গত মরশুমে কেকেআরের হয়ে দারুণ মরশুম কাটিয়েছে। আজও ও খুব ভাল খেলেছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
