Kolkata Knight Riders: প্লে-অফের দৌড়ে বেশ পিছিয়ে দল, অশান্ত কেকেআরের অন্দরমহল, ঝামেলায় জড়িয়েছেন কোচ-ক্রিকেটার!
IPL 2025: আপাতত আইপিএলের লিগ তালিকায় আপাতত সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

নয়াদিল্লি: গত মরশুমে যে দল শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে আইপিএল খেতাব জিতে নিয়েছিল, সেই কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এ মরশুমে খুব একটা ভাল পারফর্ম করতে পারছে না কেকেআর। গত বারের চ্যাম্পিয়নরা ধারাবাহিকতার অভাবে ভুগছে। এরই মাঝে দলের অন্দরের পরিবেশও খুব একটা ভাল নয়।
টিম ইন্ডিয়া হোক বা আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি সময় যখন খারাপ যায় তখন দলের অন্দরের পরিবেশ নিয়েও বারংবার না না ঝগড়া, অসন্তোষের কানাঘুষো সামনে উঠে আসে। ঠিক যেমনটা বর্ডার-গাওস্কর ট্রফির সময় ভারতীয় সাজঘর নিয়ে না না খবর রটেছিল, বা গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের দল দুই শিবিরে বিভক্ত হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। কেকেআর শিবির নিয়েও অনেকটা তেমনই বিষয়ই সামনে আসছে।
গত মরশুমে নাইটদের ডাগ আউটে মেন্টর হিসাবে ছিলেন গৌতম গম্ভীর। কেকেআর খেতাব জয়ের জন্য গম্ভীরকে কৃতিত্ব দেওয়া হয়েছিল। তবে দলের হেড কোচ হলেও চন্দ্রকান্ত পণ্ডিত, ততটা লাইমলাইট পাননি। এ মরশুমে গম্ভীর নেই। তিনি ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। গম্ভীরের অনুপস্থিতিতে এ মরশুমে দলের রিমোট কন্ট্রোল চন্দ্রকান্ত পণ্ডিতের ((Chandrakant Pandit)) হাতেই রয়েছে। তবে অনেকেই কোচ হিসাবে তাঁর দলকে সামলানো, নেতৃত্ব দেওয়া নিয়ে খুশি নন বলে শোনা যাচ্ছে।
অনেকের মতেই গত বারের চ্যাম্পিয়ন দলকে এবারে সেই উদ্যম নিয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। এরই মাঝে রিপোর্টে পণ্ডিতের সঙ্গে দলের এক তারকা ক্রিকেটারের মতভেদের খবরও উঠে আসছে। ম্যাচ শেষে প্রতিপক্ষের এক ক্রিকেটারের সঙ্গে সময় কাটাতে আগ্রহী কেকেআরের এক তারকাকে বাঁধা দেন। এই বিষয়টা কিন্তু ওই ক্রিকেটার খুব একটা ভালভাবে নেননি। আইপিএলে তাঁরা প্রতিপক্ষ হলেও, সেই দুই ক্রিকেটার জাতীয় দলের সতীর্থ। এই বিষয়ে অবগত না হয়েই পণ্ডিত দুইজনের আড্ডা দেওয়ার বিষয়টি নস্যাৎ করে দেন। এর ফলেই ওই ক্রিকেটারের সঙ্গে কেকেআর কোচের মতবিরোধ এবং হালকা বিবাদও হয় বলে খবর।
প্রসঙ্গত, টানা তিন ম্যাচ জয়হীন থাকার পরে কেকেআর নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে পরাজিত করে। তবে প্লে-অফে পৌঁছতে নিজেদের বাকিগুলিও কেকেআরকে জিততে হবে। তাই সামনের পথটা এখনও বেশ কঠিনই। কেকেআর কার্যত অসাধ্য সাধন করতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















