KKR: কেকেআরকে ম্যাচ জেতালেন দেব ও জিৎ! ছবি প্রকাশ করে হইচই ফেলল শাহরুখের দল
IPL 2025: দুই অভিনেতা কি শাহরুখ খানের দলে যোগ দিলেন? কেকেআর থেকে এমন একটি ছবি প্রকাশ করা হয়েছে, যাতে কৌতূহলী হয়ে অনেকেই প্রশ্ন করছেন।

কলকাতা: আইপিএলে (IPL 2025) মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা ছিল কলকাতা নাইট রাইডার্সের। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে চূর্ণ করে জয়ের সরণিতে ফিরেছেন নাইটরা।
আর সেই জয়ে কেকেআরের (KKR) হয়ে জ্বলে উঠলেন দেব আর জিৎ!
ঠিকই পড়েছেন, কোনও ক্রিকেটার নয়, লেখা হয়েছে টলিউডের দুই সুপারস্টার - দেব ও জিতের কথাই। দুই অভিনেতা কি শাহরুখ খানের দলে যোগ দিলেন? কেকেআর থেকে এমন একটি ছবি প্রকাশ করা হয়েছে, যাতে কৌতূহলী হয়ে অনেকেই প্রশ্ন করছেন।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে কেকেআর। সেখানে দলের দুই তারকা ক্রিকেটার - বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংহকে দেখা গিয়েছে জনপ্রিয় বাংলা সিনেমা 'দুই পৃথিবী'-র পোস্টারে।
বাংলা সিনেমা দেখেন, খোঁজখবর রাখেন, এমন সকলেই চমৎকৃত। দুই পৃথিবী সিনেমায় পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল দুই সুপারস্টারকে। সেই ছবির পোস্টারও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। যে পোস্টারে দেখা গিয়েছিল, সুপারবাইক চালাচ্ছেন দেব। পিছনে বসে জিৎ।
শুক্রবার দেবের চরিত্রে বেঙ্কটেশ আইয়ার ও জিতের ভূমিকায় রিঙ্কু সিংহকে রেখে 'দুই পৃথিবী' সিনেমার পোস্টারকে নবরূপ দিল কেকেআর। ক্যাপশনে লেকা হল, 'কিতনে আদমি থে?' শোলে সিনেমার সেই বিখ্যাত সংলাপ।
বৃহস্পতিবার ইডেনে চাপমুক্ত হয়েছেন বেঙ্কটেশ ও রিঙ্কু। একজনকে দাম নিয়ে শুনতে হয়েছে অবিরাম কটাক্ষ। বৃহস্পতিবার তিনি ব্যাট হাতে এমন তাণ্ডব চালালেন যে, কেকেআর শেষ ৪ ওভারে তুলল ৬৬ রান। বেঙ্কটেশ আইয়ার যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ২৯ বলে ৬০ রানের ঝড়ে ম্যাচের রং পাল্টে দিলেন মধ্য প্রদেশের তারকা।
Kitne aadmi the? 💎💎 pic.twitter.com/56jAqnTz96
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2025
রিঙ্কু সিংহের যাবতীয় খ্যাতি কেকেআরে খেলেই। গুজরাত টাইটান্সের যশ দয়ালকে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো আইপিএল রূপকথায় জায়গা করে নিয়েছে। কিন্তু এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। ফর্মে ফেরার জন্য বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচকেই। ১৭ বলে অপরাজিত রইলেন ৩২ রানে। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৪১ বলে ৯১ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের রাশ তুলে দেন কেকেআরের হাতে। তাঁদের জন্যই প্রথমে ব্যাট করে ২০০ তোলে নাইটরা। জবাবে মাত্র ১২০ রানে শেষ সানরাইজার্স হায়দরাবাদ। ৮০ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে কেকেআর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
