KKR vs CSK: ইডেনে যুদ্ধের সাইরেন! ধোনিদের জব্দ করতে অভিনব চাল কেকেআরের
IPL 2025: মাঠের দিকে যত এগনো হচ্ছিল, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছিল শব্দ। মাঠে ঢোকার পর বোঝা গেল শব্দের উৎস কী। ভেদ হল রহস্য।

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (KKR vs CSK) ম্যাচ শুরু হতে প্রায় আড়াই ঘণ্টা বাকি তখনও। শহিদ মিনার চত্বর থেকে হেঁটে ইডেনে আসার সময় দূর থেকে কানে আসছে তীক্ষ্ণ এক শব্দ। একটানা। অক্লান্ত।
শুনে ধন্দ তৈরি হতে পারে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ভারত-পাকিস্তান সংঘাতের আবহ। বুধবারই দেশজুড়ে যুদ্ধের মক ড্রিলের আয়োজন করেছে ভারত। অপারেশন সিঁদুরের পর মক ড্রিলের সময় সর্বত্র সাইরেন বাজার কথা। তা হলে কি কলকাতায় বিকেলেই বাজতে শুরু করল সাইরেন?
কিন্তু কলকাতাকে তো মক ড্রিলের আওতায় রাখা হয়নি! তা হলে কানফাটা এই সাইরেন-সম আওয়াজের উৎস কী?
মাঠের দিকে যত এগনো হচ্ছিল, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছিল শব্দ। মাঠে ঢোকার পর বোঝা গেল শব্দের উৎস কী। ভেদ হল রহস্য।
ইডেনে বুধবার কেকেআরের বিরুদ্ধে নামছে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। আর সিএসকে মানেই গ্যালারির শব্দব্রহ্ম। ধোনি ভারতের যে মাঠেই খেলুন না কেন, প্রবল জনসমর্থম সঙ্গী হয়। চেন্নাইয়ের ম্যাচে গ্যালারির গর্জনের সঙ্গে যুক্ত হয় আরও এক আওয়াজ। বাঁশির আওয়াজ। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে বলা হয়, 'হুইসল পোড়ু।' বাঁশি বাজাও। সকলে মিলে। সমান তালে। সারাক্ষণ। গ্যালারির সর্বত্র। এমন জোরে বাজাও যে, প্রতিপক্ষ ঘাবড়ে যাবে। চিড় ধরবে মনঃসংযোগে।
ঠিক যেরকম পরিকল্পনা করা হয়েছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপের সময়। ম্যাচ চলাকালীন টানা ভুভুজেলা বাজানো হতো। যদিও পরে ভুভুজেলা নিষিদ্ধ হয়। তবে আইপিএলে চেন্নাইয়ের ম্যাচে বাঁশি বাজতেই থাকে।
এতটুকু পড়ে কেউ যদি ভেবে থাকেন যে, চেন্নাইয়ের সমর্থনে যাঁরা হলুদ জার্সি পরে ইডেন ভরাচ্ছেন, তাঁরাই বাঁশি বাজিয়ে কান ঝালাপালা করে দিচ্ছেন, তা হলে চমকের এখনও বাকি রয়েছে।
কারণ, চেন্নাই নয়, বুধবারের বাঁশির উৎস কেকেআর। চেন্নাইয়ের হুইসলকে জব্দ করতে যা মাঠের বাইরে থেকে বিলি করা হচ্ছে। সমর্থকেরা মাঠে প্রবেশের সময়ই পেয়ে যাচ্ছেন কেকেআরের দেওয়া বেগুনি রংয়ের বাঁশি। প্রাণপণে তাই বাজানো চলছে। কেকেআরের অভিনব কৌশল। চেন্নাইয়ের সমর্থকদের প্রিয় শব্দযন্ত্রকে চেন্নাইয়ের বিরুদ্ধেই প্রয়োগ করার ছক।
সব মিলিয়ে ম্যাচ শুরু হওয়ার আগেই ময়দান চত্বর সরগরম সাইরেনে!




















