KKR vs RCB: চেনা ইডেনেই ওঁরা এখন প্রতিপক্ষ, অনুশীলনের মাঝেই খুনসুটিতে মাতলেন বেঙ্গটেশ-সল্ট
IPL 2025: কেকেআর শিবিরে বেঙ্কটেশ আইয়ার অনেক বছরের পুরনো হলেও ফিল সল্ট গত বছরই যোগ দিয়েছিলেন। জেসন রয় ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ঢুকে পড়েছিলেন সল্ট।

কলকাতা: এই মাঠেই এক বছর আগেও ছবিটা অন্যরকম ছিল। একই টিমবাসে তাঁরা আসতেন। একইসঙ্গে অনুশীলনে নামতেন। নেটে ব্যাটিং অনুশীলনের পর হাসি ঠাট্টা চলত। আবার ম্য়াচের সময় একসঙ্গহে গেমপ্ল্যানও সাজাতেন। একই ড্রেসিংরুমে সময় কাটাতেন। কেকেআর শিবিরে বেঙ্কটেশ আইয়ার অনেক বছরের পুরনো হলেও ফিল সল্ট গত বছরই যোগ দিয়েছিলেন। জেসন রয় ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ঢুকে পড়েছিলেন সল্ট। আর এক বছরেই কেকেআর সমর্থকদের হৃদয় জিতে নিয়ছিলেন ফিল সল্ট। সল্টকে কেকেআর ছেড়ে দেওয়ায় মন ভেঙেছিল নাইট সমর্থকদেরও। এই মরশুমে সল্ট আরসিবিতে। আর বিরাটদের প্রথম ম্যাচই কেকেআরের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতেই কলকাতায় এসেছেন সল্ট। আর ইডেনে এসেই দেখা হয়ে গেল প্রাক্তন সতীর্থ বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে।
ইডেনের ডানদিকের নেটে তখন কেকেআর অনুশীলন সারছে। আর বাঁদিকের নেটে অনুশীলন সারছে আরসিবি। মাঝে দড়ির গণ্ডি দিয়ে ভাগ করা। হঠাৎ দূর থেকে দেখা হল দুজনের। মাঠের দু প্রান্ত থেকে এগিয়ে এলেন একে অপরের দিকে। কাছে আসতেই একে অপরকে জড়িয়ে ধরলেন। এর পর অবশ্য চলল খুনসুটি। আরসিবির অনুশীলনের সময় একবার বল চলে এসেছিল কেকেআরের অনুশীলন নেটের সামনে। আইয়ার দেখতে পেয়েছিলেন সেই শট মেরেছিলেন সল্টই। বলটি হাতে নিয়ে তখন দিতে চাইছিলেন না বেঙ্কটেশ। আসলে পুরোটাই মজার ছলে। সল্টও হেসে ফেলেন উল্টোদিক থেকে। একটু পর সেই বলটা নিয়েই দু প্রান্তে ক্যাচ ক্যাচ খেলা শুরু করে দিলেন দুই তারকা ক্রিকেটার। দেখে কে বলবে যে আগামী পরশু এঁরাই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন।
কেকেআরের ম্যাচ সরল ইডেন থেকে
৬ এপ্রিল, রবিবার ইডেনে কেকেআর বনাম লখনউ ম্যাচ ছিল। সেই ম্যাচের দিনই আবার রামনবমী। গত কয়েক বছর ধরেই সারা রাজ্যে রামনবমীর দিন মিছিল বেরচ্ছে। এবারও সেই ছবি দেখা যাবে বলেই খবর।
আর সেই কারণেই ইডেনে ম্যাচের সময় নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। যে কারণে ম্যাচ ইডেন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
আইপিএলে আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে ম্যাচ। দুপুর সাড়ে তিনটের সেই ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লখনউ সুপার জায়ান্টস। যে ম্যাচকে আবার অনেকে আইপিএলের ক্লাসিকো বলে থাকেন। কেন? একটি দল বাংলার। অন্য দলের মালিক আবার বাংলার মানুষ। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যদিও ৬ এপ্রিলের সেই ম্যাচ নিয়ে হঠাৎ জটিলতা তৈরি হয়েছিল। কারণ, ওই দিনই রামনবমী। গত কয়েক বছর ধরে যে দিনটি আগের চেয়ে বেশি উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। দিনটির সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতিও। এমনকী, সেদিন বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে মিছিল বেরতে পারে, এমন আশঙ্কা তৈরি হয় প্রত্যেক বারই। যে কারণে তটস্থ থাকে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
