MI vs LSG: অতীত পরিসংখ্যান LSG-র পক্ষে, তবে টানা ৪ ম্যাচে অপরাজিত MI-র বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পন্থরা
IPL 2025: আপাতত মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস, দুই দলই নয় ম্য়াচে পাঁচটিতে জয় পেয়েছে।

মুম্বই: আইপিএলের (IPL 2025) মাঝপথ পেরিয়ে গিয়েছে। জমে উঠেছে প্লে-অফের লড়াই। এই পরিস্থিতিতে ধারাবাহিকতা ও ফর্ম, সবথেকে গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে 'সুপার সানডে'-তে প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস (Mumbai Indians vs Lucknow Super Giants)। বর্তমানে দুই দল পয়েন্টের নিরিখে একেবারে সমান সমান। পার্থক্য শুধু নেট রান রেট এবং অবশ্যই ফর্মে।
লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স, আপাতত দুই দলের দখলেই নয় ম্যাচ খেলে পাঁচ জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে তারা একে অপরের বিরুদ্ধে নামছে, এই ম্যাচে জয় মানে প্লে-অফের দৌড়ে খানিকটা এগিয়ে যাওয়া। দুই দলের পয়েন্ট এক। পাঁচ জয়ে দুই দলের হয়ে ম্যাচ সেরা হয়েছেন পাঁচ ভিন্ন তারকা। মিল অনেক, তবে দুই দলের ফর্ম ভিন্ন। মরশুমের শুরুটা মুম্বই ইন্ডিয়ান্স একেবারে মুম্বইয়ের নিজস্ব ভঙ্গিমাতেই করেছিল। প্রথম পাঁচ ম্যাচে চার হারে লিগ তালিকার নীচের দিকে ছিল পল্টনরা। তবে টানা চার জয়ে রেকর্ড চ্যাম্পিয়নদের গ্রাফ উর্ধ্বমুখী।
টুর্নামেন্টের শুরুর দিকে রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রবল সমালোচনা হয়। তবে শেষ দুই ম্যাচেই অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। সূর্যকুমার সর্বাধিক রানসংগ্রাহকদের দৌড়ে রয়েছেন। নতুন বল হাতে ট্রেন্ট বোল্ট ফর্মে ফিরেছেন আর দলে যশপ্রীত বুমরার অন্তর্ভুক্তি দলের বোলিংয়ের শক্তি নিঃসন্দেহেই বাড়িয়েছে। সব মিলিয়ে মুম্বই শিবিরে এখন খুশির হাওয়া।
অপরদিকে, খাতায় কলমে লখনউ দলে কিন্তু ম্যাচ উইনারের কমতি নেই। কিন্তু শেষ তিন ম্যাচের মধ্যে দুইটিতে হেরেছে লখনউ। দলের দুই চ্যাম্পিয়ন বাঁ-হাতি তারকা ঋষভ পন্থ ও ডেভিড মিলারকে তেমন ছন্দে দেখায়নি। সেই কারণেই দলের টপ অর্ডার স্বপ্নের ছন্দে থাকলেও মারক্রামদের ব্যর্থতায় বা তাঁরা আউট হলে লখনউ ব্যাটিংকে খানিক ছন্নছাড়াই দেখিয়েছে। তাই পাঁচ জয় সত্ত্বেও লখনউ দলে কিন্তু উন্নতির এখনও বেশ খানিকটা জায়গা রয়েছে।
কিন্তু এই ম্যাচের আগে লখনউ দলকে ভরসা জোগাবে অতীত পরিসংখ্যান। টুর্নামেন্ট রেকর্ড চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে খুব কম দলই রয়েছে যারা বলতে পারবে আমরা দাপট দেখাই। কিন্তু লখনউ নিঃসন্দেহেই মুম্বইয়ের বিরুদ্ধে দাপট দেখায়। এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারসহ মোট সাত ম্যাচে ছয়বার পল্টনদের হারিয়েছে লখনউ। মাত্র একবার জিতেছে পল্টনরা। তাই সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পটভূমি যে পুরো তৈরি, তা বলাই বাহুল্য।




















