IPL 2025: মুখোমুখি দ্বৈরথে লখনউয়ের দাপট, মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে জিততে পারবে? কেমন থাকবে পরিবেশ, পিচ?
MI vs LSG: আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস মোট সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে।

মুম্বই: আজ 'সুপার সানডে'-তে আইপিএলের এ মরশুমের ৪৫তম ম্যাচে মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। চলতি মরশুমে নয় ম্যাচ খেলে পাঁচ জয়ে দুই দলই প্লে-অফের দৌড়ে রয়েছে। আজকের ম্যাচে জয় মানে লিগ তালিকায় প্রথম চারের মধ্যে শেষ করে প্লে-অফে পৌঁছনোর পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। সেই কারণেই এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু লখনউ সুপার জায়ান্টসের পক্ষে। বলা ভাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কার্যত একাধিপত্য দেখিয়েছে লখনউ। দুই দলের সাত ম্যাচের মধ্যে ছয়টিই জিতেছে লখনউ। এ মরশুমের প্রথম ম্যাচেও জয়ের হাসি হেসেছিল কিন্তু ঋষভ পন্থের দল। ক'টা দল আর রেকর্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এহেন রেকর্ডে রাখার দাবি জানাতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠেও লখনউয়ের বিরুদ্ধে লখনউয়েরই দাপট দেখা গিয়েছে। ওয়াংখেড়ের দুই ম্য়াচে দুইটিতেই জিতেছে লখনউ। এই রেকর্ড নিশ্চয়ই মুম্বই ইন্ডিয়ান্স বদলে ফেলতে বদ্ধপরিকর হবে। সাফল্য আসে কি না এবার সেটা দেখার বিষয়।
পরিবেশ
মুম্বইয়ে হালেফিলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, এই ম্যাচ চলাকালীন মায়ানগরীতে বৃষ্টির কোনওরকম পূর্বাভাস নেই। ফলে ৪০ ওভারের ম্যাচে কোনও বাধা সৃষ্টি হওয়ার কথা নয়। তাপমাত্রা গোটা ম্যাচ জুড়েই ৩৫ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। বাতাসে সর্বাধিক ৬৫ শতাংশ আর্দ্রতা থাকার পূর্বাভাস।
পিচ
ওয়াংখেড়ের পিচ ভারতের সেরা ব্যাটিং পিচগুলির অন্যতম। পাটা পিচ, ছোট মাঠ এবং ভাল বাউন্সের ফলে মায়ানগরীর এই মাঠে সাধারণত বড় রান উঠতে দেখা যায়। ব্যাটারদের আটকাতে বোলারদের খুব নিয়ন্ত্রণে ভাল জায়গায় বল রাখতে হয়। মুম্বই বনাম আরসিবি ম্যাচেই এর প্রমাণ মিলেছে। দুই ইনিংস মিলিয়ে মোট ৪৩০ রান উঠে। এই ম্যাচেও এমন বড় রান উঠার সম্ভাবনা প্রবল। তবে নতুন পিচে নতুন বল হালকা স্যুইং করে, বোলারদের মদত হয়। তাই নতুন বলে একটু চ্যালেঞ্জের মুখে পড়বেন ব্য়াটাররা। ঠিক যেমন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়ছিল।
The @ril_foundation #ESADay is always special for all of us. 💙
— Mumbai Indians (@mipaltan) April 26, 2025
We cannot wait to play in front of you and hear your nonstop cheers tomorrow at Wankhede 😍💙#MumbaiIndians #PlayLikeMumbai #EducationAndSportsForAll pic.twitter.com/ilaYIW1Xaf
সব মিলিয়ে যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের মঞ্চ একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।




















