RR vs PBKS: ওয়াধেরা, শশাঙ্কের অর্ধশতরান, ওমরজ়াইয়ের দুরন্ত ফিনিশিংয়ে RR-র বিপক্ষে ২১৯ রান তুলল PBKS
Nehal Wadhera: পঞ্জাব কিংসের হয়ে নেহাল ওয়াধেরা ৩৭ বলে সর্বাধিক ৭০ রানের ইনিংস খেলেন।

জয়পুর: আইপিএলে (IPL 2025) আজকের ম্যাচে টস জিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংস (RR vs PBKS) অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা দলের দুই ইনফর্ম ওপেনার খুব একটা ভালভাবে করতে পারেননি। পাওয়ার প্লেতেই ৩৪ রানে তিন উইকেট হারিয়েছিল পঞ্জাব। দুই ওপেনারকেই ফেরান তুষার দেশপাণ্ডে। তবে শ্রেয়স আইয়ারের দল দেখাল কেন তাঁরা প্লে-অফের দৌড়ে রয়েছেন, আর রাজস্থান রয়্যালস সেই দৌড় থেকে ছিটকে গিয়েছে।
চাপের মুখে নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ও শশাঙ্ক সিংহ (Shashank Singh) দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। শেষের দিকে আজমাতুল্লা ওমরজ়াইও বেশ কয়েকটি বড় শট হাঁকিয়ে দলের স্কোর দু'শো পার করাতে সাহায্য করলেন। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২১৯ রানে ইনিংস শেষ করল পঞ্জাব কিংস। তিন উইকেট হারিয়ে ফেলার পরেও পঞ্জা আজকে একেবারেই দমে যায়নি, বরং পাল্টা লড়াই চালায় তাঁরা। অধিনায়ক শ্রেয়সকে সঙ্গে নিয়েই লড়াইটা শুরু করেন ওয়ানধেরা। পাওয়ার প্লেতে উঠে ৫৮ রান। দেখতে দেখতেই দুইজনে মিলে ৩৪ বলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন।
ওয়াধেরা স্পিনারদের বিরুদ্ধে বিশেষ করে আগ্রাসী ব্যাটিং করেন। তবে ঠিক যখন মনে হচ্ছিল খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছে, তখনই রিয়ান পরাগ অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ৩০ রানে আউট করেন। এরপর শশাঙ্ক ক্রিজে ওয়াধেরাকে সঙ্গ দিতে নামেন। ওয়াধেরা ২৫ বলে এ মরশুমে নিজের চতুর্থ অর্ধশতরান পূরণ করেন। শশাঙ্কও দারুণ ছন্দে ছিলেন। দুইজনে পঞ্চম উইকেটে ৩০ বলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। শেষমেস আকাশ মাধওয়াল ওয়াধেরাকে ৭০ রানে সাজঘরে ফেরত পাঠান।
কিন্তু পঞ্জাব আজ থামার মুডে একেবারেই ছিল না। শশাঙ্ক ২৭ বলে অর্ধশতরান পূরণ করেন। ওমরজ়াইও যেন সাজঘর থেকে সেট হয়েই নেমেছিলেন। মাফাকা, স্বদেশীয় ফারুখির বলে বড় বড় শট হাঁকান তিনি। ১৯তম ওভারে ২০০ রানের গণ্ডিও পার করে ফেলে পঞ্জাব। শেষমেশ ২১৯ রানের বড় স্কোর খাড়া করেন তাঁরা। তবে ইতিমধ্যেই রাজস্থান দেখিয়েছে এই পিচে দু'শো তাড়া করা সম্ভব এবং খুব সহজেই কার সম্ভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তো বৈভব সূর্যবংশীর সৈই স্বপ্নের সেঞ্চুরি ভর করে হেসেখেলে ম্যাচ জিতেছিল রয়্যালসরা। এই ম্যাচে তাই দুই পয়েন্ট পেতে হলে পঞ্জাবকে কিন্তু বেশ ভাল বোলিং করতে হবে।




















