PBKS vs DC: প্লে-অফের দৌড়ে থাকা PBKS-র মুখোমুখি DC, কখন, কোথায় দেখবেন খেলা? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
IPL 2025: আপাতত ১৫ পয়েন্ট নিয়ে পঞ্জাব কিংস লিগে তৃতীয় ও ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস পঞ্চম স্থানে রয়েছে।

ধর্মশালা: এ মরশুমের আইপিএলের (IPL 2025) প্লে-অফে পৌঁছনোর লড়াই জমে উঠেছে। এক ম্যাচে জয় বা হার, প্লে-অফের পৌঁছনোর অঙ্ক সম্পূর্ণ দিতে পারে। এমন পরিস্থিতিতে এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম চারের দৌড়ে থাকা পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস (Punjab Kings vs Delhi Capitals) একে অপরের মুখোমুখি হবে। 'নর্থ ইন্ডিয়ান ডার্বি'-তে ম্যাচের ফলাফলের ওপর কিন্তু অনেককিছু নির্ভর করবে। এক হাড্ডাহাড্ডি ম্যাচের পূর্ণ সম্ভাবনা রয়েছে।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে ম্যাচে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ২২ গজের লড়াই দেখা যাবে।
কোথায় খেলা হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের দ্বৈরথ?
পঞ্জাব কিংস এইপিসিএ স্টেডিয়াম, ধর্মশালায় নিজেদের হোম ম্যাচে আজকে মাঠে হবে।
কখন শুরু হবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের লড়াই?
৮ মে, বৃহস্পতিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ?
আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।
পিচ ও পরিবেশ
ধর্মশালার এই মাঠে পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। প্রায়ই তাই এই মাঠে বড় বড় রান উঠতে দেখা যায়। মাঠে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রবল শিশির পড়ে, যা ব্যাটিংয়ের সহায়তাই করে। তবে সাম্প্রতিক সময়ে ধর্মশালায় বৃষ্টি হয়েছে, তাই আজকের ম্যাচে শিশির খুব বড় প্রভাব ফেলতে পারবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, আজকের ম্যাচ চলাকালীন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে থাকার কথা। ধর্মশালায় বিকেলবেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সন্ধেবেলা, ম্যাচের সময় আকাশ পরিস্কার থাকারই কথা। অর্থাৎ খুব বদল না হলে আজকের ম্যাচ আয়োজিত হবে। তবে সম্পূর্ণ ৪০ ওভার খেলা সম্ভব হয় কি না, সেটাই দেখার বিষয়।
হেড-টু-হেড
পঞ্জাব ও দিল্লির ফ্র্যাঞ্চাইজি আইপিএলের মঞ্চে মোট ৩৩ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। অতীত পরিসংখ্যান কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত করছে। পাঞ্জাব কিংস যেখানে এই মুখোমুখি লড়াইয়ে ১৭টি ম্যাচ জিতেছে, সেখানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ১৬টি ম্যাচে জয়ের হাসি হেসেছে।


















