PBKS vs RCB: বিরাট স্বস্তি আরসিবির, চোট সারিয়ে খেলছেন দলের প্রধান অস্ত্র, কেন ধাক্কা খেল পঞ্জাব?
IPL Play Off: পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আর একটি মিল বলতে, দুই দলই কখনও আইপিএল জিততে পারেনি। ট্রফি জিততে মরিয়া দুই দলই।

মুল্লাপুর: গ্রুপ পর্বে সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে দুই দলের। দুই দলই লিগ পর্ব শেষ করেছিল ১৯ পয়েন্ট করে পেয়ে। রান রেটে সামান্য এগিয়ে থাকায় শীর্ষস্থান পায় পঞ্জাব কিংস (PBKS vs RCB)। দ্বিতীয় স্থানে শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার আইপিএলের (IPL 2025) কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি সেই দুই দল। যারা জিতবে, সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। যারা হেরে যাবে, ফাইনালে ওঠার আর একটি সুযোগ পাবে। সেক্ষেত্রে এলিমিনেটরের বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার টু খেলবে তারা।
পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আর একটি মিল বলতে, দুই দলই কখনও আইপিএল জিততে পারেনি। ট্রফি জিততে মরিয়া দুই দলই। আর সেই ম্যাচের আগে বিরাট স্বস্তি পেল আরসিবি। চোট সারিয়ে ফিট দলের প্রধান পেস অস্ত্র। কোয়ালিফায়ার ওয়ানে খেলছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। সেই সঙ্গে ফিট হয়ে নেতৃত্বের দায়িত্ব ফের কাঁধে তুলে নিলেন রজত পাতিদারই। টস করতে নামলেন তিনি। জিতেশ শর্মা খেলছেন শুধু উইকেটকিপার হিসাবে। টস জিতে পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল আরসিবি। শুরুতে ফিল্ডিং করবেন বিরাট কোহলিরা।
অন্যদিকে, বড় ধাক্কা খেল পঞ্জাব কিংস। দলের প্রধান স্পিনার যুজবেন্দ্র চাহাল এখনও ফিট নন। তিনি আরসিবির বিরুদ্ধেও খেলতে পারছেন না। টসের আগে ওয়ার্ম আপের সময় তাঁকে মাঠে দেখে আশাবাদী ছিলেন পঞ্জাবের সমর্থকেরা। মনে করা হয়েছিল, গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে পড়বেন লেগস্পিনার। কিন্তু তিনি খেলতে পারছেন না।
🚨 Toss 🚨@RCBTweets won the toss and elected to bowl against @PunjabKingsIPL in Qualifier 1⃣
— IndianPremierLeague (@IPL) May 29, 2025
Updates ▶ https://t.co/aHIgGazpRc#TATAIPL | #PBKSvRCB | #Qualifier1 | #TheLastMile pic.twitter.com/qsBei0DQqG
পঞ্জাব কিংসের একাদশ
প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, জশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিংহ, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিংহ ও কাইল জেমিসন।
সম্ভাব্য ইমপ্যাক্ট সাব: বিজয়কুমার বৈশাক, প্রবীণ দুবে, সূর্যাংশ শেডগে, মুশির খান ও জেভিয়ার বার্টলেট
রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর একাদশ
বিরাট কোহলি, ফিল সল্ট, রদত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইতেটকিপার). রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড ও সূয়শ শর্মা।
সম্ভাব্য ইমপ্যাক্ট সাব: ময়ঙ্ক আগরওয়াল, রসিখ সালাম, মনোজ ভাণ্ডাগে, টিম সেফার্ট ও স্বপ্নিল সিংহ।




















