IPL 2025: হর্ষিতের সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, প্রাক্তন KKR সতীর্থ সল্টকে কী জবাব দিলেন রানা?
Kolkata Knight Riders: সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সের এক পোস্ট ঘিরেই যত কাণ্ড।

কলকাতা: গত মরশুমে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন আইপিএল (IPL 2025) খেতাবও। তবে বর্তমানে হর্ষিত রানা (Harshit Rana) কেকেআর থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন ফিল সল্ট (Phil Salt)। তাই এবার সুযোগ কাজে লাগিয়ে হর্ষিতকে খোঁচা দিতে ছাড়লেন না কেকেআর প্রাক্তনী।
কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় হর্ষিতের বহু চর্চিত 'ফ্লাইং কিস' সেলিব্রেশন কীভাবে করতে হয়, তা দুই ধাপে দেখানো হয় গ্রাফিক্সের মাধ্যমে। সেখানেই ফিল সল্ট মন্তব্য করেন, 'হর্ষিত রানা ওরা তৃতীয় ধাপটা মিস করে গিয়েছে। দ্বিতীয় ধাপ অনুযায়ী সেলিব্রেট করে যে ম্যাচ থেকে প্রাপ্ত বেতনও হারাতে হয়।' হর্ষিতও কিন্তু ছেড়ে কথা বলেননি। তিনি প্রাক্তন সতীর্থের কটাক্ষের জবাবে লেখেন, 'ফিল সল্ট তৃতীয় ধাপটা তোমার জন্য থাকল।'
দুই প্রাক্তন সতীর্থের সোশ্যাল মিডিয়া এমন মজাদার লড়াই কিন্তু নেটিজেনরা বেশ উপভোগই করেছেন। মরশুমের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে সহজে ম্যাচ জিতে নিয়েছিল আরসিবি। দুরন্ত ইনিংস খেলেছিলেন সল্টও। ১৭ মে এই দুই প্রতিদ্বন্দ্বীর এই মরশুমের লড়াইয়ের দ্বিতীয় অধ্যায় রচিত হবে। সেই ম্যাচে কে জয়ের হাসি হাসেন এবং হর্ষিত সল্টের এই লড়াইয়ের নতুন অধ্যায় দেখা যায় কি না, সেইদিকেই সকলের নজর থাকবে। তবে সেই ম্যাচের আগে অনেক সময় বাকি রয়েছে। তার আগে আপাতত কেকেআরের লক্ষ্য় মঙ্গলবার, ৮ এপ্রিল ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারানো।
সেই ম্যাচের আগে আজ অনুশীলনে নিজের আইডলের সঙ্গে দ্বিগেশ রাঠির দেখা হয়ে গেল। ইতিমধ্যেই লখনউ ফ্র্যাঞ্চাইজি কলকাতায় চলে এসেছে। রবিবাসরীয় ইডেনে অনুশীলনও সারছে। অনুশীলন করছে কেকেআরও। আর এই অনুশীলন চলাকালীনই দ্বিগেশ সঙ্গে দেখা হল তাঁর আইডল সুনীল নারাইনের (Sunil Narine), যার কথা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচ সেরার পুরস্কার জেতার পরেও দ্বিগেশের মুখে শোনা গিয়েছে। এই সাক্ষাৎকারের একটি ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
সেই ভিডিওতে দেখা যায় নিকোলাস পুরান, ঋষভ পন্থদের সঙ্গে দেখা করে নারাইন ব্যাট পরীক্ষা করে দেখছেন। আর দ্বিগেশ? তিনি কার্যত বিস্ময়ের সঙ্গে নাইট তারকার দিকে তাকিয়ে ছিলেন, যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর সামনে স্বয়ং সুনীল নারাইন দাঁড়িয়ে। লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে প্রথমে দুইজনের মধ্যস্থতা করতে দেখা যায়। নারাইনকে দেখিয়ে পন্থ বলেন, 'এই যে এখানে'। তখন দ্বিগেশের মুখে হাসি আর আটকায় কে! এবার ম্যাচে কী হয় সেটা দেখার বিষয়।




















