IPL Play Off: ১১ বছর পর কোয়ালিফায়ার ওয়ানে জায়গা পাকা পঞ্জাবের, প্লে অফে কারা কাদের বিরুদ্ধে খেলবে?
IPL 2025: জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ বল বাকি থাকতে সাত উইকেটে হারিয়ে দিল পঞ্জাব কিংস। সেই সঙ্গে আইপিএল প্লে অফের ছবিটাও অনেকটা পরিষ্কার হয়ে গেল।

জয়পুর: দুটি দলই প্লে অফে জায়গা পাকা করে ফেলেছিল আগেই। সোমবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবে পয়েন্ট টেবিল আর প্লে অফের অঙ্কের নিরিখে ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস (MI vs PBKS) দ্বৈরথের ওপর নির্ভর করেছিল প্লে অফের সমীকরণও। পঞ্জাব জিতলে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যেত শ্রেয়স আইয়ারদের। মুম্বই জিতলে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের দরজা খুলে যেতে পারত হার্দিক পাণ্ড্যদেরও। সেক্ষেত্রে গুজরাত ও মুম্বইয়ের পয়েন্ট দাঁড়াত ১৮। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে গেলেই মুম্বই পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে জায়গা নিশ্চিত করে ফেলতে পারত।
জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ বল বাকি থাকতে সাত উইকেটে হারিয়ে দিল পঞ্জাব কিংস। সেই সঙ্গে আইপিএল প্লে অফের ছবিটাও অনেকটা পরিষ্কার হয়ে গেল।
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন শ্রেয়স আইয়াররা। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট হল পঞ্জাব কিংসের। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব খেলছেই। ২৯ মে, বৃহস্পতিবার মুল্লাপুরে (নিউ চণ্ডীগড়) কোয়ালিফায়ার ওয়ানে খেলবে পঞ্জাব। যেটা তাদের ঘরের মাঠও। কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা হল, জিতলে সরাসরি ফাইনালে, হারলেও কোয়ালিফায়ার টু খেলার এবং ফাইনালে ওঠার সুযোগ ফের পাবে।
প্রশ্ন হল, কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাবের প্রতিপক্ষ হবে কারা? মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে আরসিবি জিতলে তারাও শেষ করবে ১৯ পয়েন্টে। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাবের প্রতিপক্ষ হবেন কোহলিরা। আর যদি আরসিবি হেরে যায়? কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব খেলবে গুজরাতের বিরুদ্ধে। ১৪ ম্যাচে যাদের হাতে ১৮ পয়েন্ট।
আইপিএলের ইতিহাসে এ নিয়ে মোটে দুবার পয়েন্ট টেবিলের প্রথম দুিয়ে জায়গা পাকা করল পঞ্জাব। এর আগের বার, ২০১৪ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল পঞ্জাবকে। এবার সেই আক্ষেপ মিটবে?
মুম্বই হেরে যাওয়ায় ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে শেষ করলেন হার্দিক পাণ্ড্যরা। তাঁরা চতুর্থ স্থানেই থাকবেন। ৩০ মে, শুক্রবার মুল্লাপুরে এলিমিনেটর খেলবে মুম্বই। সেই ম্যাচে হারলে বিদায়। জিতলে কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু খেলতে হবে তাদের। পরিসংখ্যান বলছে, পয়েন্ট টেবিলের তিন বা চারে থাকলে কখনও ট্রফি জেতেনি মুম্বই। এবার কি হবে?
মঙ্গলবার আরসিবি জিতলে কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাবের সঙ্গে কোহলিদের ম্যাচ। এলিমিনেটর খেলবে গুজরাত ও মুম্বই। আরসিবি হারলে কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব বনাম গুজরাত। সেক্ষেত্রে আরসিবি এলিমিনেটর খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে।




















