IPL 2025: ধর্মশালার দৃষ্টিনন্দন স্টেডিয়ামে ধুন্ধুমার, ধারাবাহিকতার খোঁজে DC, PBKS-র লক্ষ্য লিগ শীর্ষে পৌঁছনো
PBKS vs DC: অতীতে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস মোট ৩৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে পঞ্জাব ১৭টি ও দিল্লি ১৬টি ম্যাচ জিতেছে।

ধর্মশালা: এ বারের আইপিএল (IPL 2025) মরশুমের শুরুটা দুরন্তভাবে করেছিল দিল্লি ক্যাপিটালস। শুরুর চার ম্যাচেই জয় পেয়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে পরবর্তী সাত ম্যাচে মাত্র দুই জয় দিল্লিকে বেশ বিপাকে ফেলে দিয়েছে। অপরদিকে, পঞ্জাব কিংস এ মরশুমের সবথেকে ধারাবাহিক দলগুলির মধ্যে একটি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। একদিকে যেখানে কেকেআরের বিরুদ্ধে ১১১ রান ডিফেন্ড করে জিতেছে, সেখানে শ্রেয়স আইয়ারের দল লখনউয়ের বিরুদ্ধে ২৩৬ রানও তুলেছে। ফলে ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি ফর্মে রয়েছে।
বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিনে রয়েছে পঞ্জাব আর ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি ক্যাপিটালস। এই পরিস্থিতিতেই আজ ধর্মশালায় দৃষ্টিনন্দন এইচপিসিএ স্টেডিয়ামে দুই দল (PBKS vs DC) একে অপরের মাঠে নামছে। এই ম্যাচে দুই পয়েন্ট পেলে পঞ্জাব লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবে এবং তাদের প্লে-অফের পথ অনেকটাই সুগম হয়ে যাবে। অপরদিকে, দিল্লির জয় প্রথম চারে তাদের জায়গা করে দেবে। তবে পরাজিত হলে দিল্লির বাকি দুই ম্যাচে জয় আবশ্যক হয়ে উঠবে। তাই হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের সম্পূর্ণ সম্ভাবনা থাকবে।
We're back in the picturesque Dharamshala for a BIG contest in the playoff race 🏔
— IndianPremierLeague (@IPL) May 8, 2025
Another win for #PBKS or back to winning ways for #DC? 👊#TATAIPL | #PBKSvDC pic.twitter.com/zPMNAkmyEH
আজকের ম্যাচে যে দুই তারকার দিকে সবথেকে বেশি নজর থাকবে, তাঁরা হলে অর্শদীপ সিংহ ও কেএল রাহুল। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক অর্শদীপ। বাঁ-হাতি ফাস্ট বোলার এই একই মাঠে গত ম্যাচেই লখনউ টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দলের জয় সুনিশ্চিত করেন। আজকের ম্যাচেও নতুন বলে সাফল্য এনে দিতে তাঁর দিকে তাকিয়ে থাকবে পঞ্জাব। বিশেষত যেখানে দিল্লির টপ অর্ডার হালে ফিলে ফর্ম নিয়ে সমস্যায় পড়েছে, সেখানে শুরুতে অর্শদীপের সাফল্য পাওয়া মানেই দিল্লি দলের চাপে পড়ে যাওয়া।
তবে এমন পরিস্থিতি যাতে না হয়, তার দায়িত্ব থাকবে রাহুলের কাঁধে। দিল্লির মতোই রাহুলও দুর্ধর্ষ ভঙ্গিমায় আইপিএল মরশুমের শুরুটা করেছিলেন। তবে হালে তাঁর ফর্ম খানিকটা পড়েছে। কাকতালীয়ভাবে দিল্লির ব্যর্থতাও রাহুলের অফ ফর্মের সঙ্গে সঙ্গেই শুরু হয়। সেই ব্যর্থতা কাটিয়ে দলকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনার লক্ষ্যেই আজ মাঠে নামবেন রাহুল। ম্যাচ শেষে কোন দল জয়ের হাসি হাসে এখন সেটাই দেখার বিষয়।




















