IPL 2025: জলে গেল মাত্রে-জাডেজার লড়াই, প্রথমবার মরশুমে দুইবারই সিএসকেকে হারাল আরসিবি
RCB vs CSK: এই প্রথমবার আইপিএলের কোনও এক মরশুমে দুইবারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বেঙ্গালুরু: সামনে ছিল রেকর্ড রান তাড়া করে জয়ের লক্ষ্য। আয়ুষ মাত্রে (Ayush Mhatre) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দৌলতে সেই লক্ষ্যের দিকে তড়তড়িয়ে এগোচ্ছিল চেন্নাই সুপার কিংস (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings)। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও হাল ছাড়ার পাত্র নয়। সম্ভবত এবারের আইপিএলের সবথেকে রোমাঞ্চকর ম্যাচে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চলল সাপ-সিঁড়ির লড়াই। কখনও আরসিবি ম্যাচে এগিয়ে যায় তো কখনও সিএসকে। শেষমেশ দুরুন্ত এক ম্যাচে জয়ের হাসি হাসল আরসিবিই। দুই রানে ম্যাচ জিতলেন কোহলিরা। এই প্রথমবার আরসিবি এক মরশুমে দুইবারই সিএসকেকে পরাজিত করল।
বিগত বেশ কয়েক বছর সিএসকে ১৮৫-র অধিক রান তাড়া ম্যাচ জেতেনি। দুই তরুণ আয়ুষ মাত্রে ও শেখ রশিদ অর্ধশতরানের পার্টনারশিপে দলের হয়ে শুরুটা কিন্তু ভালই করেছিলেন। চতুর্থ ওভারে তো ভুবনেশ্বরের বিরুদ্ধে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৬ রান তোলে মাত্রে। তবে পাওয়ার প্লের শেষ দুই ওভারে রশিদকে ১৪ ও কারানকে ৫ রানে সাজঘরে ফিরিয়ে ম্যাচে ফেরে আরসিবি। এদিন বাঁ-হাতি, ডান হাতি কম্বিনেশন বজায় রাখার জন্যই সম্ভবত চার নম্বরে জাডেজাকে প্রমোট করা হয়। তিনি একদমই হতাশ করেননি।
মাত্রে ও জাডেজার দুরন্ত গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যান। আইপিএল ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অর্ধশতরান হাঁকায় আয়ুষ মাত্রে। ১৭ বছর বয়সি তরুণ ২৫ বলে অর্ধশতরান পূরণ করে। ২৯ বলে অর্ধশতরান পূরণ করেন জাডেজা। তৃতীয় উইকেটে এই দুইয়ের শতাধিক রানের পার্টনারশিপে তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল সিএসকে। তবে লুঙ্গি এনগিদির এক ওভারে ঘোরে ম্যাচের মোড়। একাধিকবার জীবনদান পাওয়ার পর শতরানের দোরগোড়ায় ৯৪ রানে অবশেষে মাত্রের ক্যাচ ধরা হয়। পরের বলেই ডেওয়াল্ড ব্রেভিসকেও ফেরান লুঙ্গি এনগিদি। এলবির কলে রিপ্লেতে দেখা যায় বল উইকেটের বাইরে যাচ্ছে, তবে ব্রেভিস নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ করার সিদ্ধান্ত না জানানোয় তাঁকে সাজঘরে ফিরতে হয়।
এখনও কিন্তু ম্যাচের নাটক বাকি ছিল। ধোনি ছয়ে ব্যাটে নেমে এক ছক্কা মারলেও, ১২ রানে রিটায়ার্ড হন। ম্যাচে তিন বলে ১৩ রান বাকি থাকা অবস্থায় শিবম দুবে ইমপ্যাক্ট সাব হিসাবে ক্রিজে নামেন। নিজের প্রথম বলেই ছক্কা হাঁকান দুবে। উপরন্তু, বলটি কোমরের উপরে ফুলটস হওয়ায় নো বল দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ম্যাচ আরসিবির হাত থেকে ফস্কে গিয়েছিল বলেই সবার ধারণা হয়। কিন্তু ফ্রি হিটের বলসহ নাগাড়ে তিনটি ইয়র্কার লেংথের বলে যশ দয়াল সিএসকের জয়ের স্বপ্ন ভেস্তে দেন। টানটান ম্যাচে দুই রানে জিতে লিগ তালিকার শীর্ষে পৌঁছে যায় আরসিবি।
ম্যাচের নায়ক রোমারিও শেফার্ড। এদিন টস হেরে ব্যাটে নেমে শুরুটা দুরন্তভাবে করেছিলেন দুই আরসিবি ওপেনার জেকব বেথেল ও বিরাট কোহলি (Virat Kohli)। দুইজনে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। অর্ধশতরানও হাঁকান দুইজনেই। তবে কোহলি, বেথেল আউট হওয়ার পর সিএসকে অনবদ্যভাবে ম্যাচে ফিরে আসে। ধোনি-ব্রিগেড আশা করছিল আরসিবিকে হয়তো ১৭৫ রানের মধ্যেই আটকে রাখতে পারবে। বেথেলের আউটের পর আট ওভারে মাত্র ৬২ রান তোলে আরসিবি, পড়ে চার উইকেট।
কিন্তু সেইসব হিসেবনিকেশ বদলে দেন রোমারিও শেফার্ড (Romario Shepherd)। মাত্র ১৪ বলে অর্ধশতরান হাঁকান তিনি। আরসিবির ইনিংস থামে পাঁচ উইকেটের বিনিময়ে ২১৩ রানে। শেষ দুই ওভারে আইপিএল রেকর্ড ৫৪ রান উঠে। রোমারিওর এই ঝোড়ো ইনিংসই কিন্তু শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।




















