KKR New Cricketer: বচ্চনের দলের ক্রিকেটারকে সই করিয়ে বিরাট চমক শাহরুখের কেকেআরের, কে এই অভিষেক?
IPL 2025: অভিষেক নিজে কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে, তাঁর জন্য এত বড় একটা চমক অপেক্ষা করে রয়েছে? ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (ISPL) সবচেয়ে দামি ক্রিকেটার।

কলকাতা: আইপিএল (IPL) মানেই যেন একের পর এক রূপকথার কাহিনি। গলি থেকে রাজপথে প্রবেশের গল্প। অবাস্তবের বাস্তবায়িত হয়ে পড়া।
তা না হলে টেনিস বল ক্রিকেটে নজরকাড়া তরুণ অভিষেক কুমার ডালহরের (Abhishek Dalhor) আইপিএল (IPL 2025) গ্রহে ঢুকে পড়াকে কীভাবেই বা ব্যখা করা যায়!
অভিষেক নিজে কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে, তাঁর জন্য এত বড় একটা চমক অপেক্ষা করে রয়েছে? ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (ISPL) সবচেয়ে দামি ক্রিকেটার। গত দুই মরশুমে দুর্দান্ত সাফল্যের পর তরুণ পেসারকে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি আইপিএলেই (IPL 2025) শাহরুখ খান-জুহি চাওলার দলে দেখা যাবে অভিষেককে। তবে মূল দলের ক্রিকেটার হিসাবে নয়, আপাতত নেট বোলার হিসাবেই অভিষেককে সই করিয়েছে কেকেআর। কিন্তু কে না জানে যে, নেট বোলার হিসাবে শুরু করে আইপিএলে সাফল্য এবং ভারতীয় দলে প্রতিষ্ঠা, এমন কাহিনি অবান্তর নয়। মহম্মদ শামি থেকে শুরু করে এরকম উদাহরণ রয়েছে বহু। কেকেআরের একাদশে নিয়মিত হয়ে ওঠা বৈভব অরোরাও শুরু করেছিলেন নেট বোলার হিসাবেই। এখন ম্যাচ জেতাচ্ছেন নাইটদের।
চলতি মরশুমের জন্য নেট বোলার হিসাবে অভিষেক কুমার ডালহরকে বেছে নিয়েছে কেকেআর। আইএসপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় অভিষেক। লিগের অন্যতম সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। তাঁর বলের গতি, ধারাবাহিকতা, দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। এই বছরের শুরুতে অনুষ্ঠিত আইএসপিএলের দ্বিতীয় মরশুমে অমিতাভ বচ্চনের মালিকানাধীন মাঝী মুম্বইয়ের খেতাব জয়ের নেপথ্যে অন্যতম কারিগর। অভিষেক ডালহর দ্রুত ক্রিকেট ভক্তদের মধ্যে পরিচিত নাম হয়ে উঠেছেন।
অম্বালায় জন্ম। আইএসপিলে দুই মরশুমে ১৯টি ম্যাচে ৩২৪ রান করার পাশাপাশি ৩৩টি উইকেট নেন অভিষেক। তাঁর অসামান্য অবদানের জন্য তিনি প্রথম মরশুমে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার এবং দ্বিতীয় মরশুমে টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার ছিনিয়ে নেন।
গলিতে টেনিস বলে ক্রিকেট খেলা দিয়ে শুরু করে জনপ্রিয় হয়ে ওঠা - অভিষেকের সফর বিরাট অনুপ্রেরণা। মধ্যবিত্ত পরিবার। সারা দেশে বিভিন্ন টেনিস বলের টুর্নামেন্টে খেলেছেন। কিন্তু আইএসপিএল-ই তাঁর জীবন বদলে দিয়েছিল। হরিয়ানার রাস্তা থেকে শুরু করে আইএসপিএল-এর বড় মঞ্চ, এবং এখন আইপিএল গ্রহে জায়গা করে নেওয়া - অভিষেকের কাহিনি সিনেমার চিত্রনাট্যের মতো। আরও বড় কি কোনও চমক অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
