IPL 2025: ভারতীয় খাবারে মজে পুরান, মাঠের বাইরে ঋষভ পন্থ কেমন? আইপিএলের অজানা গল্প
KKR vs LSG: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। সেই ম্যাচের আগে কলকাতায় লখনউ সুপার জায়ান্টসের একাধিক ক্রিকেটারের সঙ্গে ডিনার সারেন শ্রেয়া।

সন্দীপ সরকার, কলকাতা: বাইশ গজে তিনি বিধ্বংসী। বোলারদের আতঙ্ক হয়ে উঠতে পারেন। তবে মাঠের বাইরে খাদ্যরসিক। ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা নিকোলাস পুরান (Nicholas Pooran) আপাতত মজেছেন ভারতীয় খাবারে।
ঋষভ পন্থের (Rishabh Pant) কাঁধে নেতৃত্বের গুরুদায়িত্ব। লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক তিনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন। আমিষ খাবার পছন্দ করেন। কিন্তু কলকাতায় এসে ডাল-রুটিও খাচ্ছেন হাসিমুখে।
আইপিএল (IPL 2025) চলছে রমরমিয়ে। ক্রিকেটারদের বাইশ গজের লড়াই মাঠে গিয়ে, টিভিতে কিংবা স্মার্টফোনে দেখছে গোটা বিশ্ব। কিন্তু মাঠের বাইরে তাঁরা কেমন? কার কী পছন্দ? ব্যক্তিগতভাবে একাধিক আইপিএল ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বের সৌজন্যে জানেন বঙ্গকন্যা শ্রেয়া পাণ্ডে। যাঁর আর এক পরিচয়, তিনি রাজনীতিবিদ, প্রয়াত সাধন পাণ্ডের কন্যা। সেই গল্পই শোনালেন এবিপি লাইভকে।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। সেই ম্যাচের আগে কলকাতায় লখনউ সুপার জায়ান্টসের একাধিক ক্রিকেটারের সঙ্গে ডিনার সারেন শ্রেয়া। শিল্পপতি তথা লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার বাড়িতে।
মাঠের বাইরে ঋষভ পন্থ কেমন? এবিপি লাইভের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে শ্রেয়া বলছিলেন, 'ঋষভ আমার অনেক দিনের বন্ধু। ভীষণ ইতিবাচক মানুষ। সবরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। ক্রিকেট নিয়ে খুবই নিষ্ঠাবান। ওর দুর্ঘটনা আর তারপর সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে প্রত্যাবর্তন যে কারও অনুপ্রেরণা। অসম্ভব শৃঙ্খলাপরায়ণ।'
শ্রেয়া জানালেন, তিনি নিজে মুম্বইয়ে কাটিয়েছেন প্রায় ৬ বছর। সেই সূত্রেই জাহির খান, তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে দারুণ সম্পর্ক। মনে করিয়ে দেওয়া যাক, জাহির এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। তাঁর তত্ত্বাবধানে প্র্যাক্টিস করে শার্দুল ঠাকুর, দিগ্বেশ সিংহ রাঠিরা আইপিএলে পারফর্ম করে চলেছেন। লখনউয়ের স্পিনার রবি বিষ্ণোই থেকে শুরু করে শাহবাজ আমেদ, আইপিএলে হইচই ফেলা দিগ্বেশ সিংহ রাঠি - সকলের সঙ্গে গল্প করে চমৎকৃত শ্রেয়া।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান রয়েছেন দারুণ ছন্দে। ৪ ম্যাচে ২০১ রান। তিনিই এখন আইপিএলের সর্বোচ্চ রানের মালিক। অরেঞ্জ ক্যাপও শোভা পাচ্ছে তাঁর মাথায়। শ্রেয়া জানালেন, ক্যারিবিয়ান তারকা পছন্দ করেন ভারতীয় পদ। 'ভারতীয় খাবার বেশ পছন্দ পুরানের। ভারতের বিভিন্ন ডিশ খেয়েও দেখছেন,' বলছিলেন শ্রেয়া।
খাবার টেবিলে জমিয়ে আড্ডা হয়েছে। শ্রেয়া লখনউ ক্রিকেটারদের জানিয়েছেন, ম্যাচের পরে সকলের জন্য বিরিয়ানি পাঠাবেন। ক্রিকেটারদের খেলার প্রতি সততা, দায়বদ্ধতাও নজর কেড়েছে তাঁর। মঙ্গলবার ইডেনে কেকেআর বনাম এলএসজি ম্যাচ দেখতেও আসবেন তিনি। শ্রেয়া বললেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনিদের ব্যক্তিগতভাবে চিনি। ওদের সঙ্গে কথা বলে সবসময় ইতিবাচক মূল্যবোধ পাওয়া যায়, শেখা যায়। খেলার মাঠের আলাদা একটা মজা, আবেগ রয়েছে। দর্শন রয়েছে। সেটা আমি ভালবাসি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
