IPL 2025: সূর্যবংশীর বৈভবে মন্ত্রমুগ্ধ ক্রিকেটবিশ্ব, বিস্মিত সচিন থেকে রোহিত
Vaibhav Suryavanshi: দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে শতরানের রেকর্ডের মালিক এখন থেকে বৈভব সূর্যবংশী।

জয়পুর: 'পিঙ্ক সিটি'-তে হুলস্থুল কাণ্ড। ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ব্যাটিংয়ে চারিদিকে শোরগোল। মতান্তরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে এক ১৪ বছর বয়সি তরুণ তুর্কি সেঞ্চুরি হাঁকাচ্ছে, এই ঘটনা তো আর যা তা বিষয় নয়। তবে বৈভব যে শুধু শতরান হাঁকাল, তা নয়, তার সেঞ্চুরি এল বিশ্বমানের এক বোলিং আক্রমণের বিরুদ্ধে, তাও আবার মাত্র ৩৫ বলে। আজ অবধি কোনও ভারতীয় এত কম বলে সেঞ্চুরি হাঁকাতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই বৈভবকে নিয়ে চারিদিকে হইচই।
ক্রিকেটপ্রেমীরা তো বৈভবের প্রতিভায় বিস্মিত বটেই, মন্ত্রমুগ্ধ ২২ গজের কিংবদন্তিরাও। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), সকলেই বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক তথা আইপিএলের সফলতম নেতা (ট্রফি জয়ের নিরিখে) রোহিত বৈভবের ইনিংসের পর নিজের সোশ্যাল মিডিয়ার একটি স্টোরিতে তার ছবি দিয়ে লেখেন, 'ক্লাস'।
সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বৈভবের অকুতোভয় মনোভাব, ব্যাট স্পিড, লেংথ দ্রুত বুঝতে পারা এবং দেওয়ার পিছনে খাটা খাটনির মিশেলে এই দুরন্ত ইনিংস তৈরি হয়েছে। ফলাফল: ৩৮ বলে ১০১। দারুণ খেলেছ।' টিম ইন্ডিয়ার বিশ ওভারের দলের নেতা সূর্যকুমার স্টোরিতে লেখেন, 'এই তরুণের সবকিছু লন্ডভণ্ড করে দেওয়া এক ইনিংসের সাক্ষী থাকলাম। একেবারে অবিশ্বাস্য।'
Vaibhav’s fearless approach, bat speed, picking the length early, and transferring the energy behind the ball was the recipe behind a fabulous innings.
— Sachin Tendulkar (@sachin_rt) April 28, 2025
End result: 101 runs off 38 balls.
Well played!!pic.twitter.com/MvJLUfpHmn
Witnessed this carnage of an innings by this youngster. Absolutely insane! 🧿🧿🧿 pic.twitter.com/b0xJb9jMER
— Surya Kumar Yadav (@surya_14kumar) April 28, 2025
যুবরাজ সিংহ আবার বৈভবের বয়সের কথা মনে করিয়ে দেন। তিনি লেখেন, '১৪ বছর বয়সে আপনারা কী করছিলেন? এই বাচ্চাটা চোখের পাতা না ফেলে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাট করছে। বৈভব সূর্যবংশীর নামটা মনে রাখবেন। ভয়ডরহীন মনোভাব নিয়ে ব্যাট করছে। পরবর্তী প্রজন্মকে সাফল্য পেতে দেখে বেশ গর্ববোধ করছি।'
What were you doing at 14?!! This kid is taking on the best bowlers in the world without blinking an eyelid! Vaibhav Suryavanshi — remember the name! Playing with a fearless attitude 🔥 Proud to see the next generation shine! #VaibhavSuryavanshi #GTvsRR
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 28, 2025
আর বৈভব যার রেকর্ড ভাঙলেন, সেই ইউসুফ পাঠানও কিন্তু তরুণ তুর্কির প্রশংসায় পঞ্চমুখ। পাঠান লেখেন, 'ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরিয়ন হিসাবে আমার রেকর্ড ভাঙায় তরুণ বৈভব সূর্যবংশীকে অনেক অভিনন্দন। আমার মতো রাজস্থান রয়্যালসের হয়ে এই ইনিংসটা খেলায় এটা আরও বিশেষ অনুভূতির। তরুণদের জন্য এই ফ্র্যাঞ্চাইজিতে সত্যিই বিশেষ কিছু আছে হয়তো। তবে এখনও অনেকটা পথ পেরতে হবে চ্যাম্প।'
Many congratulations to young #VaibhavSuryavanshi for breaking my record of the fastest @IPL hundred by an Indian! Even more special to see it happen while playing for @rajasthanroyals , just like I did. There’s truly something magical about this franchise for youngsters. Long… pic.twitter.com/kVa2Owo2cc
— Yusuf Pathan (@iamyusufpathan) April 28, 2025




















