IPL 2025: 'আমি ভয় পাই না', টাইটান্সের ডাকাবুকো বোলিং লাইন আপের বিরুদ্ধে স্বপ্নের শতরানের পর ঘোষণা বৈভবের
Vaibhav Suryavanshi: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ভারতীয় হিসাবে দ্রুততম, ৩৫ বলে শতরান হাঁকায় বৈভব সূর্যবংশী।

জয়পুর: বিশ্ববন্দিত গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের বিরুদ্ধে এবারের আইপিএলে সিংহভাগ দলই চাপে পড়েছে। তবে সেই বোলিংকেই কার্যত ছিন্নভিন্ন করে দিল ১৪ বছর বয়সি এক বালক। নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএল (IPL 2025) নিলামে তাকে কোটি টাকারও বেশি দামে রাজস্থান রয়্যালস কেনার পর থেকেই তাকে নিয়ে জোর চর্চা ছিল চারিদিকে। তার প্রতিভা চাক্ষুষ করতে মুখিয়ে ছিলেন সকলেই। নিজের প্রথম দুই ম্যাচে তার দক্ষতার হালকা ট্রেলার দেখা গিয়েছিল। তবে সোমবার আর ট্রেলার নয় একেবারে ঘণ্টাখানেকের সিনেমা দেখালেন বৈভব।
গুজরাতের বিরুদ্ধে (RR vs GT) মাত্র ৩৫ বলে শতরান হাকায় বৈভব। অবিশ্বাস্য লাগলেও দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে শতরানের কৃতিত্বের মালিক এখন তিনি। বিশ ওভারের ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটার হিসাবে শতরান হাঁকানোর বিশ্বরেকর্ডও এখন বৈভবের দখলেই। ম্যাচ শেষে সে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুরলি কার্তিকের সঙ্গে কথা বল ল, তখন কিন্তু তার গলার স্বরেই সে যে নিতান্তই বালক তা প্রমাণ করে দেয়। তবে তার ব্যাটিং দেখে তা বোঝা যায়।
ব্যাটিংয়ের সময় অকুতোভয় বৈভব। কার্তিক তাকে তার ভয়ডর লাগে নেই প্রশ্ন করায় সে বলে, 'না না আমার ভয় লাগে না। আর আমি খুব বেশি অন্য কিছু নিয়ে ভাবিও না। খালি ব্যাটিং করার দিকেই আমার নজর থাকে।' বৈভব সোমবার 'পিঙ্ক সিটি'-তে যা করলেন, তা যে একেবারেই ছেলেখেলা নয়, তা বলার জো রাখে না। এমন এক ইনিংসের পরও শান্ত গলায় তাকে নিজের অনুশীলনের কথাই বলতে শোনা গেল।
Youngest to score a T20 1⃣0⃣0⃣ ✅
— IndianPremierLeague (@IPL) April 28, 2025
Fastest TATA IPL hundred by an Indian ✅
Second-fastest hundred in TATA IPL ✅
Vaibhav Suryavanshi, TAKE. A. BOW 🙇 ✨
Updates ▶ https://t.co/HvqSuGgTlN#TATAIPL | #RRvGT | @rajasthanroyals pic.twitter.com/sn4HjurqR6
'খুব ভাল অনুভূতি। আমার তৃতীয় আইপিএল ইনিংসে এটা আমার প্রথম শতরান। আমি টুর্নামেন্টের আগে যে অনুশীলন করেছি সেটারই ফল পাচ্ছি। ব্যাটিংয়ে সময় আমি বল দেখি আর খেলি। জয়সওয়ালের সঙ্গে ব্যাটিং করতেও বেশ ভাল লাগে। ও আমি কী করতে হবে না হবে, তা বলে দেয়, ইতিবাচক কথা বলে। আইপিএলে শতরান করাটা আমার কাছে কাছে একটা স্বপ্নের মতো ছিল এবং সেটা আজ সত্যি হল।' বলে আইপিএলের নবতম তারকা।



















