IPL 2025: টাকার ছয়লাপ! এবার থেকে আইপিএল ম্যাচ খেলার জন্যও টাকা পাবেন ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহের
Jay Shah: প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তরফেই ম্যাচ ফি বাবদ বাড়তি ১২.৬০ টাকা বরাদ্দ করা হবে, বলে ঘোষণা করলেন জয় শাহ।
নয়াদিল্লি: বিশ্বের সবথেকে জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। মেগা টুর্নামেন্টে কোটি কোটি টাকার চুক্তিতে তারকাদের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এর আগে আইপিএলে ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি কিন্তু পেতেন না ক্রিকেটাররা। এবার সেই ছবি বদলাতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) শনিবারই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বিরাট ঘোষণা করলেন।
জয় শাহ জানান আসন্ন আইপিএল মরশুম (IPL 2025) থেকে প্রতিটি ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের ৭.৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি দেওয়া হবে। যে ক্রিকেটাররা টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ খেলবেন, তারা চুক্তির অর্থ তো পাবেনই, পাশাপাশি ম্যাচ ফি বাবদ আরও ১.০৫ কোটি টাকা পাবেন বলে জানান জয় শাহ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তরফেই ম্যাচ ফি বাবদ বাড়তি ১২.৬০ টাকা বরাদ্দ করা হবে, বলে ঘোষণা করেন জয় শাহ।
In a historic move to celebrate consistency and champion outstanding performances in the #IPL, we are thrilled to introduce a match fee of INR 7.5 lakhs per game for our cricketers! A cricketer playing all league matches in a season will get Rs. 1.05 crores in addition to his…
— Jay Shah (@JayShah) September 28, 2024
প্রসঙ্গত, আজই আবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। আইপিএলের নতুন মরশুমের আগে মেগা নিলামের আয়োজন হওয়ার কথা। সেই নিলামের আগে কয়জন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করতে পারেবন, কয়টি আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ডই বা পাবেন তারা, এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে দ্রুতই সেই ঘোষণা করা হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।
শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে বলে খবর। তারপরেই এই ঘোষণা হতে পারে জল্পনা। কর্ণাটকের রাজধানীতে এক পাঁচতারা হোটেলে এই বৈঠক হতে পারে বলে খবর। খবর অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিদের দাবি মেনে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজিগুলির দাবি মেনে মোট পাঁচজন ক্রিকেটারকে রিটেন এবং এক জনের জন্য আরটিএম কার্ড ব্যবহারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই উল্লেখিত বৈঠকের পরেই নিলামের দিনক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে কোথায় নিলাম আয়োজিত হবে, সেই জায়গাও ঘোষণা করা হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এ শহরেই বসবে আইপিএল নিলামের আসর? কবে আয়োজিত হবে?