IPL 2026: নতুন মরশুমে নতুন দল! আইপিএল ২০২৬-এ মুম্বই-লখনউ ট্রেডে দলবদল করছেন তারকা ক্রিকেটার
Shardul Thakur: গত মরশুমের আইপিএলে ১০ ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন শার্দুল ঠাকুর।

নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) নিলামের দিনক্ষণ ঘোষণা না হলেও, তা যে খুব একটা দূরে নেই, সেটা আন্দাজ করাই যায়। তবে নিলামের আগে এখনও ট্রেড উইন্ডো খোলা এবং এই ট্রেড উইন্ডোতে বহু বড় বড় তারকার দলবদল নিয়ে খবর আসছে। এরই মধ্যে আবার লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যেও এক তারকা ক্রিকেটারের দলবদলের জল্পনা শোনা যাচ্ছে। কে তিনি?
তিনি তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। রিপোর্ট অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স নাকি ইতিমধ্যেই লখনউয়ের সঙ্গে শার্দুলের ট্রেড বিষয়ে কথাবার্তা পাকা করে ফেলেছে। লখনউয়ের সঙ্গে টাকার বদলেই এই ট্রেড করার কথাবার্তা এগিয়েছে বলে খবর। দীপক চাহার সাম্প্রতিক বারংবার চোট আঘাতে ভুগেছেন। সেই কথা মাথায় রেখে পল্টনদের দলে শার্দুল ঠাকুরের যোগ দাওয়া দলের বোলিং বিভাগের শক্তি বাড়াবে।
গত মরশুমে শার্দুল ঠাকুরকে কোন দলই প্রাথমিকভাবে নিলামে দল নেয়নি। তিনি পরিবর্তে এক্সেক্সের কাউন্টি ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সেই সময়ই মহসিন খানের বদলি হিসাবে শার্দুল ঠাকুরকে দলে নেয় লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি। দুই কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়ে শার্দুল প্রথম দুই ম্যাচেই ছয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দেন। তবে তারপরেই তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ১০ ম্যাচে ১১-র অধিক ইকোনমিতে ১৩ উইকেট নেন শার্দুল। এবার খবর অনুযায়ী তিনি মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন।
কেকেআরের নতুন সহকারী কোচ
আইপিএলে চমক দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শাহরুখ খানের দল সহকারী কোচ হিসাবে চুক্তি করল অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে। শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসাবে নিয়োগ করল কেকেআর। পরের আইপিএলে হেড কোচ অভিষেক নায়ারের সঙ্গে দলের কৌশল তৈরি করতে দেখা যাবে প্রাক্তন অজি অলরাউন্ডারকে।
কেকেআরে যোগ দেওয়ার পরে ওয়াটসন বলেছেন, 'আমি কলকাতাকে আরও একটি খেতাব জেতানোর জন্য কোচিং গ্রুপ এবং খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী।' অজ়ি কিংবদন্তি ওয়াটনসকে পেয়ে উচ্ছ্বসিত কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, 'শেন ওয়াটসনকে কলকাতা নাইট রাইডার্সের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত খুশি। একজন খেলোয়াড় এবং কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা আমাদের দলের সংস্কৃতি এবং প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।'




















