IPL Auction 2022: কাল আইপিএল-এর নিলাম, কোন দলের হাতে কত টাকা?
IPL Auction 2022 Remaining Purse: কাল ও রবিবার বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম। সব দলই নিলামের জন্য তৈরি। বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর কলকাতা নাইট রাইডার্সের দিকে।
বেঙ্গালুরু: কাল থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল-এর নিলাম। বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর কলকাতা নাইট রাইডার্সের দিকে। নিলামে কাদের দলে নেবে কেকেআর, তার দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
এবারের আইপিএল-এর আগেই চার ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। এই চার ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল (দর ১২ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (দর ৮ কোটি টাকা), বেঙ্কটেশ আইয়ার (৮ কোটি টাকা) ও সুনীল নারিন (দর ৬ কোটি টাকা)।
কেকেআর ছেড়ে দিয়েছে টিম সিফার্ট, রিঙ্কু সিংহ, কুলদীপ যাদব, টিম সাউদি, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, সন্দীপ ওয়ারিয়র, প্রসিদ্ধ কৃষ্ণ, শাকিব আল-হাসান, শেলডন জ্যাকসন, বৈভব অরোরা, করুণ নায়ার, হরভজন সিংহ, বেন কাটিং ও পবন নেগিকে।
নিলামের আগে কেকেআর-এর হাতে আছে ৪৮ কোটি টাকা। নিলামে মোট ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে কেকেআর। এর মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন।
অন্য দলগুলির মধ্যে চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৪৮ কোটি টাকা। মহেন্দ্র সিংহ ধোনির দল ৭ জন বিদেশি সহ ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ৪৭.৫ কোটি টাকা। গুজরাত টাইটানসের হাতে আছে ৫২ কোটি টাকা। লখনউ সুপারজায়ান্টসের হাতে আছে ৫৯ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে আছে ৪৮ কোটি টাকা। পঞ্জাব কিংসের হাতে আছে ৭২ কোটি টাকা। রাজস্থান রয়্যালসের হাতে আছে ৬২ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৬৮ কোটি টাকা।
আইপিএল-এর নিলামের জন্য মোট ১,২১৪ জন ক্রিকেটারের নাম পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিলেন ৮৯৬ জন ভারতীয় ও ৩১৮ জন বিদেশি ক্রিকেটার। ২৭০ জন ক্রিকেটার ইতিমধ্যেই দেশের হয়ে খেলেছেন, ৯০৩ জন এখনও দেশের হয়ে খেলার সুযোগ পাননি। ৪১ জন ক্রিকেটার আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির। শেষপর্যন্ত ৫৯০ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশি। ২২৮ জন দেশের হয়ে খেলেছেন, ৩৫৫ জন এখনও দেশের হয়ে খেলেননি এবং ৭ জন ক্রিকেটার আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির।