IPL 2026: কেকেআর বিরাট মূল্যে দলে নিলেও আইপিএলের সবকয়টি ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন না মুস্তাফিজুর?
Kolkata Knight Riders: এবারের নিলাম থেকে নয় কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কেকেআর।

নয়াদিল্লি: আইপিএল নিলামে (IPL Auction 2026) বিরাট, নয় কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাংলাদেশি ক্রিকেটার হিসাবে সর্বকালের সর্বোচ্চ দর পেয়েছেন তিনি। কেকেআরের বোলিংয়ের বড় ভরসা হতে চলেছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তবে শোনা যাচ্ছে তিনি নাকি গোটা টুর্নামেন্টের জন্য উপলব্ধ নন।
আইপিএল নিলামের আগেই বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আসন্ন আইপিএল মরশুম ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে। তার মাঝেই কিউয়িদের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ় হতে চলেছে। খবর অনুযায়ী আইপিএল চলাকালীনই বাংলাদেশ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেট সিরিজ়ে মুখোমুখি হবে। সেই সিরিজ়ের কারণেই মুস্তাফিজুর দেশের হয়ে খেলায় গোটা আইপিএলে উপলব্ধ থাকতে পারবেন না। কয়টি ম্যাচ খেলতে পারবেন না মুস্তাফিজুর? এক রিপোর্টে দাবি করা হচ্ছে ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজুর উপলব্ধ থাকবেন না।
ফিজ় বাংলাদেশের ওয়ান ডে দলে নিয়মিত নন, তবে টি-টোয়েন্টি দলে তিনি নিয়মিত খেলেন। একই রিপোর্টে দাবি করা হচ্ছে আইপিএল খেলার জন্য মুস্তাফিজুরকে তাই আংশিক অনুমতিপত্র দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারকা ফাস্ট বোলারকে ওয়ান ডে সিরিজ় থেকে অব্যাহতি দেবে। তাই সপ্তাহখানেকর জন্য টি-টোয়েন্টি সিরিজ় খেলতে দেশে যাবেন তিনি এবং সেই সিরিজ়ের পরেই আইপিএলে আবার তাঁকে দেখা যাবে।
প্রসঙ্গত, আইপিএল নিলাম থেকে মুস্তাফিজুর বাদেও কেকেআর বিরাট অঙ্কের বিনিময়ে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানাসহ মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। বেস প্রাইস ২ কোটি টাকাতেই রাচিন রবীন্দ্রর মত প্লেয়ারকে কেকেআর দলে নিয়েছে। ২ কিউয়ি উইকেটকিপার ব্যাটার ফিন অ্যালেন ও টিম সেফার্ত কেকেআরের জার্সিতে খেলবেন নতুন আইপিএল মরশুমে।
মোট ৬৩ লক্ষ ৮৫ লক্ষ টাকা নিলামের টেবিল থেকে খরচ করেছে কেকেআর। শেষ ল্যাপে আকাশ দীপকেও দলে নিয়েছে তারা। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটার আইপিএলে কলকাতার জার্সিতে দীর্ঘদিন পরে খেলবেন। তাঁকে ১ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। এবার অপেক্ষা আইপিএল শুরুর।
একনজরে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিংহ, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, ফিন অ্য়ালেন, মুস্তাফিজুর রহমন, রাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জন, আকাশ দীপ, দক্ষ কামরা




















