Sourav Ganguly: আইপিএল নিলামের পরেই কলকাতার ক্রিকেট দল কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ISPL 2026: সৌরভ গঙ্গোপাধ্য়ায় কলকাতার দলের অন্যতম কর্ণধার হওয়ার পাশাপাশি মেন্টরও হলেন।

নয়াদিল্লি: আইপিএলের নিলামে তিনি দিল্লি ক্যাপিটালসের টেবিলে ছিলেন। এই বছর ক্যাপিটালসের পুরুষ দলের সঙ্গে যুক্ত না হলেও, তিনি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার JSW Sports-র ডিরেক্টর অফ ক্রিকেট। সেই সৌরভ গঙ্গোপাধ্য়ায়ই (Sourav Ganguly) আইপিএল নিলামের পর কলকাতার দল কিনলেন।
অতীতে আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করেছেনl এবার কলকাতার ক্রিকেট দল কিনলেন তিনি। তবে আইপিএলে খেলা কলকাতা নাইট রাইডার্স নয়, সৌরভ আইএসপিএলে (ISPL 2026) খেলা টাইগার্স অফ কলকাতার অন্যতম কর্ণধার এবং মেন্টর হলেন। নিজের এই নতুন দায়িত্ব পেয়ে, নতুন সফর শুরু করতে পেরে খুবই উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও।
তিনি জানান, 'আমি টাইগার্স অফ কলকাতার মেন্টর এবং অন্যতম কর্ণধার হিসাবে এই নতুন সফরটা শুরু করতে খুবই উৎসাহী। টেনিস বলে ক্রিকেট খেলাটা বরাবরই খুব জনপ্রিয় এবং কলকাতা তথা পূর্ব ভারতে তো এর মজবুত ভিত্তি রয়েছে। আমি চাই খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা যাতে ম্যাচ উইনার হয়ে উঠে। তাতে ওদের আমি সাহায্যও করব এবং উন্নতির বিষয়টাও নজরে রাখব। উন্নতির জন্য ভরসা, ধৈর্য্য এবং চিন্তাধারা ঠিক রাখার প্রয়োজন। এমন এক সেট আপ যেখানে সবকয়টিই রয়েছে, তার অংশ হতে পেরে আমি খুব খুশি।'
ঈশানের সেঞ্চুরিতে SMAT-এ ঝাড়খণ্ডের ইতিহাস
মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) দুরন্ত ফর্ম অব্যাহত ঈশান কিষাণ। ঝাড়খণ্ডকেও প্রথমবার এই টুর্নামেন্টে জয় ছিনিয়ে আনতে সাহায্য করেছেন। মুস্তাক আলি ট্রফির ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল ঝাড়খণ্ড। ম্য়াচেই ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। এই নিয়ে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ষষ্ঠতম সেঞ্চুরি হাঁকালেন ঈশান। এমনকী চলতি মুস্তাকে এটি ঈশানের পাঁচ নম্বর শতরান ছিল। মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি শতরানের মালিক অভিষেক শর্মা। তিনি পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন। তাঁর রেকর্ডের সঙ্গে সমান পাঁচটি শতরানের মালিক হলেন ঈশান কিষাণ। এদিন ফাইনালে ৪৯ বলে ১০১ রানের ইনিংস খেলেন ঈশান কিষাণ।
চলতি মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ঈশান কিষাণ। এবার ১০ ইনিংসে ৫১৭ রান ঝুলিতে পুরেছেন। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়। ১৯৭.৩২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মুস্তাকে ঈশান। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ঝাড়খণ্ড ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২৬২ রান তুলেছিল। ঈশান ছাড়া ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র ৩৮ বলে ৮১ রানের ইনিংস খেলেন। ঈশান নিজের ইনিংসে ১০টি ছক্কা ও ছয়টি বাউন্ডারি হাঁকান।




















