Rashid Khan: ধোনিদের নজির স্পর্শ করার হাতছানি, এবিপি লাইভের প্রশ্নে কী বললেন রশিদ?
IPL 2022 Exclusive: আইপিএল ফাইনালের আগে নিজেদের চাপমুক্ত রাখার কৌশলও ঠিক করে ফেলেছেন আফগান লেগস্পিনার। আর সেটা হল, ফাইনালের কথা বেশি না ভেবে বরং ক্রিকেট উপভোগ করায় মনোনিবেশ করা।
কলকাতা: টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে এই নজির রয়েছে একমাত্র চেন্নাই সুপার কিংসের (CSK)। সাল ২০১১। ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল (IPL) ফাইনাল খেলে সেরার শিরোপা জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)।
তার ঠিক এগারো বছর পর ধোনিদের সেই কীর্তি স্পর্শ করার সুযোগ গুজরাত টাইটান্সের (GT) সামনেই। কিছুটা অপ্রত্যাশিতভাবেই। অপ্রত্যাশিত কারণ, এবারের টুর্নামেন্ট শুরুর আগে না ঠিক ছিল কারা ফাইনালে খেলবে, না চূড়ান্ত ছিল ফাইনালের কেন্দ্র। পরে ঠিক হয় যে, ফাইনাল হবে আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আর ফাইনালে উঠে ধোনিদের কীর্তি স্পর্শ করার সুযোগ করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া-রা।
ধোনিদের নজির স্পর্শ করার হাতছানিকে কীভাবে দেখছেন? রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনালের আগে এবিপি লাইভের প্রশ্নে গুজরাত দলের সহ-অধিনায়ক তথা সেরা স্পিন-অস্ত্র রশিদ খান (Rashid Khan) জুম কলে বললেন, 'শুধু সিএসকে ঘরের মাঠে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের সামনে সেই সুযোগ রয়েছে। তবে এসব ভেবে মাঠে নামব না। আমরা এখনও পর্যন্ত ভাল ক্রিকেট খেলেছি। অবিশ্বাস্য ক্রিকেট খেলেছি বলেই আমরা আজ এখানে (পড়ুন ফাইনালে)।'
আইপিএল ফাইনালের আগে নিজেদের চাপমুক্ত রাখার কৌশলও ঠিক করে ফেলেছেন আফগান লেগস্পিনার। আর সেটা হল, ফাইনালের কথা বেশি না ভেবে বরং ক্রিকেট উপভোগ করায় মনোনিবেশ করা। 'গ্রুপের ১৪টি ম্যাচে ও প্লে অফে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। সব ম্যাচই একইরকম মানসিকতা নিয়ে খেলি। জানি সামনে ফাইনাল আর সেটা বড় ম্যাচ। কিন্তু তাই বলে আমাদের প্রস্তুতি বা পরিকল্পনা পাল্টে যাবে না। বাকি ম্যাচগুলির মতোই থাকবে। আমরা সহজ সরল ভাবেই ভাবছি। মাঠে নামো, ক্রিকেট উপভোগ করো। ভাল পারফর্ম করো। সমর্থকদের আনন্দ করার মতো সময় দাও। আমাদের মনে বাকি আর কিছু নেই। শুধু খেলাটা উপভোগ করতে চাই,' বলছেন ১৫ ম্যাচে ১৮ উইকেট নেওয়া তারকা লেগস্পিনার।
আরও পড়ুন: প্রথম আইপিএল ট্রফির লক্ষ্যে নামছেন শামি, ফাইনালই দেখবেন না হাসিন