IPL 2022 Exclusive: ঋদ্ধির ট্রফি জয়ের সুযোগ থাকলেও অসুস্থতার জন্য পাশে থাকতে পারছেন না স্ত্রী
Wriddhiman Saha: আচমকাই দাঁতের যন্ত্রণায় কাবু রোমি। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, যন্ত্রণায় কাতর রোমি তাঁর দাঁত তুলতে বাধ্য হয়েছেন। তাঁর আমদাবাদ যাওয়াও হচ্ছে না। শহরে বসেই গুজরাতের হয়ে গলা ফাটাবেন।
কলকাতা: এবারের আইপিএলটা (IPL) বেশ অন্য়রকম কাটছে রোমির (Romi Mitra)। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) নতুন দলের হয়ে নিজেরে পুণঃপ্রতিষ্ঠা করছেন। পারফরম্যান্স দিয়ে সমস্ত সমালোচনার জবাব দিচ্ছেন। আর তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ডামাডোলের সময় স্ত্রী সঙ্গে থাকতে পারছেন না। আগলে রাখতে পারছেন না। দুই সন্তানের কথা ভেবে বায়ো বাবলে প্রবেশ করেননি রোমি। ইডেনে প্লে অফের ম্যাচ দেখেছিলেন গুজরাত টাইটান্সের জন্য বরাদ্দ বক্সে। অন্যান্য ক্রিকেটারের পরিবারের মতো বায়ো বাবলের বক্সে বসা হয়নি।
তবে ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার দেখার ফাঁকে রোমি এবিপি লাইভকে বলেছিলেন, ফাইনাল দেখতে আমদাবাদ যেতে পারেন। জানিয়েছিলেন, আইপিএল ফাইনাল খেলার সুযোগ তো বড় একটা পাওয়া যায় না। তাই এই মাহেন্দ্রক্ষণ মাঠে থেকে দেখতে চেয়েছিলেন রোমি।
কিন্তু বিধি বাম হলে যা হয়। আচমকাই দাঁতের যন্ত্রণায় কাবু রোমি। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, যন্ত্রণায় কাতর রোমি তাঁর দাঁত তুলতে বাধ্য হয়েছেন। তাঁর আমদাবাদ যাওয়াও হচ্ছে না। শহরে বসেই গুজরাতের হয়ে গলা ফাটাবেন ঋদ্ধির ঘরণি।
এবিপি লাইভকে রোমি জানালেন, দাঁতের ব্য়থায় কাবু হয়ে পড়েছেন। তাই তাঁর আমদাবাদ যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত। কলকাতায় বসেই ম্যাচ দেখবেন।
এর আগে ২০১৪ সালে আইপিএলের ফাইনাল খেলেছিলেন ঋদ্ধিমান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্য়াচে মহানাটকীয় ইনিংস খেলেছিলেন। ঋদ্ধির সেঞ্চুরি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। যদিও শেষরক্ষা হয়নি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ম্যাচটি হেরে গিয়েছিল ঋদ্ধির তৎকালীন দল পাঞ্জাব কিংস।
তারপরের ৮ বছর সেই যন্ত্রণা তাড়া করে বেরিয়েছে ঋদ্ধিকে। ঘরোয়া আড্ডায় নিজেই বলেছেন যে, ট্রফিটা কার্যত হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়েছিল।
এবার শাপমোচনের সুযোগ কারণ ফের একটি আইপিএল ফাইনাল। নতুন দল গুজরাত টাইটান্সের হয়ে একটি ভাল ইনিংস ফাইনালের যাবতীয় প্রচারের আলো তাঁর দিকে ঘুরিয়ে দিতে পারে। অপেক্ষায় রয়েছেন রোমিও।
আরও পড়ুন: প্রথম আইপিএল ট্রফির লক্ষ্যে নামছেন শামি, ফাইনালই দেখবেন না হাসিন