IPL Record: আজকের দিনেই আরবিসিবির 'জয়-বীরু' জুটি গড়েছিলেন বিশ্ব ক্রিকেটের অনন্য রেকর্ড
Virat Kohli And AB de Villiers Record: বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। কোহলির নেতৃত্বেই আইপিএলে নিজের শেষ বছর পর্যন্ত আরসিবিতে খেলে গিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।
বেঙ্গালুরু: একসময়ে এই দু-জনকে 'জয়-বীরু' বলা হত। শোলে ছবির অমিতাভ ও ধর্মেন্দ্র জুটির মতই ২২ গজে আরসিবির তারকা জুটি ছিলেন এই দুজন। ব্যাট হাতে দুজে যখনই ক্রিজে থাকতেন প্রায় নাকানিচোবানি খেতেন প্রতিপক্ষের বোলাররা। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। কোহলির নেতৃত্বেই আইপিএলে নিজের শেষ বছর পর্যন্ত আরসিবিতে খেলে গিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। আর বেঙ্গালুরু ফ্র্যাঞ্চইজির হয়েই আজ থেকে আট বছর আগে এক রেকর্ড গড়েছিলেন বিরাট-এবিডি জুটি। তাও আবার আজকের দিনেই।
কী ছিল সেই রেকর্ড?
২০১৬ সালের ১৪ মে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)। সেই ম্য়াচেই ব্যাট হাতে শতরান হাঁকান বিরাট ও এবিডি। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। এমনকী আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট ও এবিডি।
সেদিন চিন্নাস্বামীতে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্রিস গেলের উইকেট হারায় আরসিবি। এরপর বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়েন এবিডি। সেই ম্য়াচে প্রথমে ঝড়ের গতিতে ব্যাটিং করছিলেন এবিডি। ২৫ বলে অর্ধশতরান ও ৪৩ বলে নিজের শতরান পূরণ করেন প্রোটিয়া তারকা। ৫৩ বলে এরপর কোহলি শতরান পূরণ করেন নিজের। এরপর উইকেট হারান বিরাট। তাঁকে ফেরান প্রবীন কুমার। তবে তাঁর আগে ২২৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন দু জনে মিলে। ৫৫ বলে ১০৯ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। প্রবীন কুমারের বলে ডোয়েন ব্র্যাভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এবিডিকে অবশ্য আউট করতে পারেননি গুজরাতের বোলাররা। তিনি ৫২ বলে ১২৯ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। সেই ম্য়াচেও বড় জয় ছিনিয়ে নেয় আরসিবি। ১৪৪ রানের ব্যবধানে গুজরাতকে হারায় বিরাটের দল। তবে সেই ম্য়াচ স্মরণীয় হয়ে আছে এত বড় পার্টনারশিপের জন্য়।
উল্লেখ্য, সেই মরশুমে বিরাটের ব্যাট থেকে একের পর এক শতরান এসেছিল আইপিএলে। ৯৭৩ রান ঝুলিতে পুরেছিলেন সেবার কোহলি। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান কোনও ব্যাটারের এক মরশুমে। অবধারিতভাবেই অরেঞ্জ ক্যাপ ঝুলিতে পুরেছিলেন কিং কােহলি। চলতি মরশুমেও ৬৬১ রান ঝুলিতে পুরে এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষেই রয়েছেন বিরাট। যদিও এবিডি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল।