IPL Purple Cap: পাঞ্জাবের বিরুদ্ধে দল হারলেও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে পৌঁছলেন উড, তালিকায় আর কারা?
Mark Wood: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে চলতি আইপিএলের শীর্ষ উইকেটসংগ্রাহক হয়ে যান মার্ক উড।
![IPL Purple Cap: পাঞ্জাবের বিরুদ্ধে দল হারলেও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে পৌঁছলেন উড, তালিকায় আর কারা? IPL Purple Cap: Mark Wood replaces Yuzvendra Chahal at the top of wicket takers list IPL Purple Cap: পাঞ্জাবের বিরুদ্ধে দল হারলেও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে পৌঁছলেন উড, তালিকায় আর কারা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/1052c42ad4295f49ca9274ac27543f201681612226901507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: দীর্ঘদিন পরে এ বছরেই আইপিএলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড (Mark Wood)। আর নিজের প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন উড। যুজবেন্দ্র চাহাল অবশ্য কিছু সময়ের জন্য পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে পৌঁছে ছিলেন বটে, তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুই উইকেট নিয়েই পুনরায় চলতি আইপিএলের শীর্ষ উইকেটসংগ্রাহক হয়ে গেলেন উড।
জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।
উডের আগুনে গতির বোলিং যে কোনও ব্যাটারের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তিনি যে বল হাতে একার দমেই দলকে ম্যাচ জেতাতে সক্ষম, তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও বল হাতে তিনি দুই দুইটি উইকেট নেন। জিতেশ শর্মা ও হরপ্রীত ব্রারকে আউট করেন উড। এই দুই উইকেটের সুবাদেই এ মরসুমে ১১টি উইকেটের মালিক হয়ে গেলেন লখনউয়ের তারকা ফাস্ট বোলার। অবশ্য তাঁর দুই উইকেট সত্ত্বেও শেষ ওভারে তিন বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
উড এখনও পর্যন্ত ১১.৮১ গড়ে ১১টি উইকেট নিয়েছেন। তিনি প্রতি ওভারে ৮.১২ গড়ে রান দিয়েছেন। উডের পরে তালিকায় দ্বিতীয় স্থানে যুজবেন্দ্র চাহালই রয়েছেন। ৪ ম্যাচে যিনি ১০ উইকেট নিয়েছেন। ইকনমি? ৭.৫৬। অর্থাৎ, ওভারপ্রতি মাত্র সাড়ে সাত রান করে খরচ করেছেন চাহাল। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ঈর্ষণীয় রেকর্ড। চাহাল রিস্টস্পিনার। তাই এত অল্প রান খরচ করে তাঁর ১০ উইকেট সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছে। একটি ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন চাহাল। তবে এখনও পর্যন্ত কোনও মেডেন ওভার নেননি।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রশিদ খান। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে গুজরাত টাইটান্সের লেগস্পিনার রয়েছেন তালিকায় তিন নম্বরে রয়েছেন। তবে উড একা নন, এদিন পার্পল ক্যাপের দৌড়ে উন্নতি করেছেন তাঁর সতীর্থ রবি বিষ্ণোইও (Ravi Bishnoi)। লখনউয়ের তরুণ লেগ স্পিনার পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে দুইটি উইকেট নেন। তার ফলেই আট উইকেট নিয়ে তিনি তালিকায় চার নম্বরে রয়েছেন। অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এই ম্য়াচেই একটি উইকেট নিয়ে আবার তালিকায় পাঁচে উঠে এলেন।
আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে ধবন, পিছনে তাড়া করছেন কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)