এক্সপ্লোর

IPL Retention 2025: রিটেনশনের পর কোন দলগুলির হাতে রইল আরটিএম কার্ডের বিকল্প? নিলামে কত টাকা নিয়ে নামবে কেকেআর?

IPL Auction 2025: যেসব দলগুলি তাঁদের সর্বাধিক ছয়টি তারকাকে রিটেন করেনি, একমাত্র তাঁদের কাছেই নিলামে আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে।

নয়াদিল্লি: আইপিএলের তরফে জানানো হয়েছিল আজকের মধ্যেই ১০ ফ্র্যাঞ্চাইজিকে তাঁদের রিটেন (IPL Retention 2025) করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে দিতে হবে। এবারে আবার মেগা নিলাম। তাই বিশেষ নজর ছিল রিটেনশন তালিকার দিকে। উপরন্তু একাধিক বড় নামের তারকাদের রিটেনশন নিয়ে ছিল জল্পনা। তাই আগ্রহটা সকলেরই একটু বেশিই ছিল। প্রত্যাশমতো চমক দেখাও গেল। 

দেখে নেওয়া যাক রিটেনশনের জন্য কোন দল কত টাকা খরচ করল? কার ঝুলিতেই বা নিলামের জন্য আর কত টাকা পরে রয়েছে? 

শুরুটা করা যাক পাঞ্জাব কিংসকে দিয়ে। নিজেদের প্রথম খেতাব জয়ের লক্ষ্যে আগের মেগা নিলামের আগে পুরনো লোকজন ছেঁটে। একেবারে ঢেলে দল সাজিয়েছিল পাঞ্জাব। তবে এখনও প্রথম খেতাব অধরা। ফের একবার আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে উত্তর ভারতের দলটি। নতুন কোচে রিকি পন্টিংয়ের অধীনে নতুনভাবে শুরু করতে আগ্রহী পাঞ্জাব কিংস কেবল প্রভসিমরণ ও শশাঙ্ক সিংহকে রিটেন করেছে। এই দুই তারকাকে দলে রিটেন করতে খরচ হয়েছে মোট ৯.৫ কোটি। আসন্ন নিলামে আবারও প্রীতি জিন্টার দলের হাতে খরচের জন্য রয়েছে সর্বাধিক টাকা থাকবে, যার মূল্য ১১০.৫ কোটি।

একদিকে পাঞ্জাব যেমন মাত্র দুই ক্রিকেটারকেই রিটেন করেছে, সেখানে দুই দল আবার বরাদ্দ ছয় ক্রিকেটারকে রিটেন করে ফেলেছে। এদের মধ্যে একটি রাজস্থান রয়্যালস ও অপরটি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারের নিয়ম কোনও দল রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ছাড়াও রিটেনশন মিলিয়ে গত মরশুমের মোট ছ'জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। কিন্তু কেকেআর ও রাজস্থান ছয়জনকেই রিটেন করে ফেলায় নিলামে আরটিএম কার্ড ছাড়াই নামতে হবে তাঁদেরকে। 

গতবারের চ্যাম্পিয়ন কেকেআর কিন্তু অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি। পরিবর্তে রিঙ্কু সিংহকে সর্বাধিক ১৩ কোটি দিয়ে রিটেন করেছে। বাকি পাঁচ খেলোয়াড় মিলে খরচ হয়েছে ৫৭ কোটি। নাইটদের হাতে নিলামে খরচ করার জন্য এখনও রয়েছে ৫১ কোটি। আর সঞ্জু স্যামসনের রাজস্থানের হাতে আরও কম ৪১ কোটি রয়েছে।

চেন্নাই সুপার কিংসের দিকে অনেকেরই নজর ছিল। হলুদ ব্রিগেড পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে। মহেন্দ্র সিংহ ধোনিকে কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড হিসাবেই ৪ কোটিতে দলে রেখেছে। এর ফলে বিরাট লাভ হয়েছে তাঁদের। সিএসকের ঝুলিতে এখনও নিলামের খরচ করার জন্য ৫৫ কোটি অবশিষ্ট রয়েছে। আর পাঁচ ক্রিকেটার রিটেন করায় একটি আরটিএম কার্ডও কিন্তু মেগা নিলামে ব্যবহার করত পারবে তাঁরা।

টুর্নামেন্টে পাঁচ খেতাবজয়ী আরেক দল মুম্বই ইন্ডিয়ান্স নিয়েই আগ্রহ কম ছিল না। গত মরশুমে নেতৃত্ব বদল, দল সবার নীচে শেষ করা, অন্দরমহলে ঝগড়া, নানাবিদ রিপোর্টে সামনে এসেছিল। জোর জল্পনা ছিল সিনিয়র ক্রিকেটারদের অনেকেই এবারের নিলামে উঠবেন, থাকবেন তাঁরা পল্টনে। তবে সেই জল্পনাকে ১০ গোল দিয়ে রোহিত, হার্দিক, সূর্য, বুমরা অর্থাৎ দলের ভিত ধরে রেখেছে তাঁরা। মায়ানগরীর ফ্র্য়াঞ্চাইজির হাতেএখনও নিলামে খরচের জন্য রয়েছে আরও ৪৫ কোটি।

গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদের হাতেও ৪৫ কোটি টাকা রয়েছে। রিটেন করা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক, ২৩ কোটিতে হেনরিখ ক্লাসেন কিন্তু এই দলেই রয়েছেন। মিচেল স্টার্কের পর বেতন হিসাবে ক্লাসেনর ২৩ কোটিই সর্বকালের সর্বাধিক। প্রোটিয়া তারকাকে ছাড়াও কামিন্স, হেড, অভিষেক শর্মাদের বড় দামে ধরে রেখেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

অপরদিকে গুজরাত টাইটান্সের তরুণ অধিনায়ক শুভমন গিল সর্বোচ্চ নয়, বরং দ্বিতীয় সর্বোচ্চ দামে রিটেন হয়েছেন। দলের স্বার্থে যে তিনি কম টাকায় রাজি হয়েছেন খেলতে, সেই খবর আগেই শোনা গিয়েছিল। হলও তাই। শুভমনকে ১৬.৫ কোটিয় টাকায় রিটেন করে এক বারের চ্যাম্পিয়নরা। তাঁদের প্রথম রিটেনশন, ১৮ কোটি টাকায় গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রশিদ খান। গুজরাত ৬৯ কোটি নিয়ে নিলামে নামতে পারবে।

লখনউ সুপার জায়ান্টস জল্পনা মতোই অধিনায়ক কেএল রাহুলকে ছেঁটে ফেলেছে। লখনউয়ের কাছে পাঁচ খেলোয়াড় রিটেন করার পরেও ঝুলিতে এখনও ৬৯ কোটি টাকা রয়েছে। তাঁদের প্রথম রিটেনশন ওয়েস্ট ইন্ডিয়ান মহাতারকা নিকোলাস পুরান। লখনউয়ের মতো দিল্লি ক্যাপিটালসও অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করেনি। অক্ষর পটেল, কুলদীপ যাদবের পাশাপাশি বাংলার অভিষেক পোড়েলকে রিটেন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। দিল্লির কাছে আরও ৭৩ কোটি টাকা রয়েছে নিলামে খরচ করার জন্য।

সবার শেষে আসা যাক আরসিবির কথায়। বিরাট কোহলিকে নাগাড়ে ১৮তম মরশুমের জন্য ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিসমেত বাদে আর মাত্র দুই ক্রিকেটারকে রিটেন করেছে ভারতের 'গার্ডেন সিটি'র দল। তাঁরা হলেন যশ দয়াল ও রজত পাতিদার। কোহলিদের দলের কাছে এখনও ৮৩ কোটি টাকা রয়েছে। অঙ্কটা কিন্তু নেহাত কম নয়।

রিটেনশনের ঝামেলা, জল্পনা, কল্পনা শেষ। এবার অপেক্ষা নিলামের দিনক্ষণ ঘোষণার। কোন দল নিলামে নজর কাড়ে, কে সেরা কোন পরিকল্পনায় দল গড়ে, সেইদিকে থাকবে নজর। পাশাপাশি ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের নাম থাকায় নিলাম কিন্তু বেশ রোমাঞ্চকর হতে চলেছে বলে ধরে নেওয়াই যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সম্মানরক্ষার তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে বিশেষ অনুশীলন বিরাট কোহলির 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Sovabazar: শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
Chandannagar: ডাকাতি করতে এসে শিশুকে খুন ! চন্দননগরে যা ঘটে গেল, শিউরে উঠতে হয়
ডাকাতি করতে এসে শিশুকে খুন ! চন্দননগরে যা ঘটে গেল, শিউরে উঠতে হয়
West Bengal News Live: চন্দননগরে ডাকাতি করতে এসে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, লুঠ টাকা-গয়না
চন্দননগরে ডাকাতি করতে এসে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, লুঠ টাকা-গয়না
Bankura Murder Case: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী, ইন্দাসে যাবজ্জীবন কারাদণ্ড ২ অভিযুক্তের
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী, ইন্দাসে যাবজ্জীবন কারাদণ্ড ২ অভিযুক্তের
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh: অশান্ত বাংলাদেশ। হিন্দুবিরোধী সেই রোষানল থেকে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটেও রেহাই পায়নি।Bangladesh Protest: হিন্দুদের ওপর লাগাতার অত্য়াচার নিয়ে সরব হলেন বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষেরাBangladesh Violence:এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞাBangladesh News: পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রীকে এবার কটাক্ষ করলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sovabazar: শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
শোভাবাজারে ৭ মাসের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন, ভর্তি আর জি করে, গ্রেফতার অভিযুক্ত
Chandannagar: ডাকাতি করতে এসে শিশুকে খুন ! চন্দননগরে যা ঘটে গেল, শিউরে উঠতে হয়
ডাকাতি করতে এসে শিশুকে খুন ! চন্দননগরে যা ঘটে গেল, শিউরে উঠতে হয়
West Bengal News Live: চন্দননগরে ডাকাতি করতে এসে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, লুঠ টাকা-গয়না
চন্দননগরে ডাকাতি করতে এসে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, লুঠ টাকা-গয়না
Bankura Murder Case: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী, ইন্দাসে যাবজ্জীবন কারাদণ্ড ২ অভিযুক্তের
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী, ইন্দাসে যাবজ্জীবন কারাদণ্ড ২ অভিযুক্তের
Post Office Schemes : ঝুঁকি ছাড়াই পাবেন ৭-৮ শতাংশের বেশি সুদ, পোস্ট অফিসে রয়েছে এই ৮ স্কিম
ঝুঁকি ছাড়াই পাবেন ৭-৮ শতাংশের বেশি সুদ, পোস্ট অফিসে রয়েছে এই ৮ স্কিম
Stock Market News: ফের বাজারে 'বুল রান' শুরু ? আজ কোন স্টকগুলিতে গতি, কোথায় পতন ?
ফের বাজারে 'বুল রান' শুরু ? আজ কোন স্টকগুলিতে গতি, কোথায় পতন ?
Bangladesh Crisis : জিনিসপত্রের দাম 'আগুন' ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি
জিনিসপত্রের দাম 'আগুন' ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতিও
UPI Limit :  UPI-তে এবার আরও টাকা ! রিজার্ভ ব্যাঙ্ক নিল এই সিদ্ধান্ত, আপনার কী লাভ ? 
UPI-তে এবার আরও টাকা ! রিজার্ভ ব্যাঙ্ক নিল এই সিদ্ধান্ত, আপনার কী লাভ ? 
Embed widget