(Source: ECI/ABP News/ABP Majha)
Ricky Ponting Removed: আইপিএলে টানা ব্যর্থতার জের! রিকি পন্টিং-দিল্লি ক্যাপিটালস বিচ্ছেদ, বড় দায়িত্বে সৌরভ?
Delhi Capitals: দলের মালিকানা বদল হয়েছে। অধিনায়ক থেকে শুরু করে কোচ, জার্সি, দলের নাম, বারবার পরিবর্তন হয়েছে। তাও ট্রফি ভাগ্য ফেরেনি।
নয়াদিল্লি: আইপিএল (IPL 2024) সাবালক হওয়ার মুখে। কোটিপতি এই টি-২০ লিগের বয়স দেখতে দেখতে ১৭ পেরিয়ে গিয়েছে। আগামী আইপিএল হবে ১৮তম সংস্করণ। তবে ট্রফির দেখা নেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। দলের মালিকানা বদল হয়েছে। অধিনায়ক থেকে শুরু করে কোচ, জার্সি, দলের নাম, বারবার পরিবর্তন হয়েছে। তাও ট্রফি ভাগ্য ফেরেনি।
টানা ব্যর্থতার জেরে এবার বড়সড় বদলের পথে হাঁটল দিল্লি ক্যাপিটালস। কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানাল দিল্লি ক্যাপিটালস। তবে পন্টিং নিজে ইস্তফা দিলেন, নাকি তাঁকে অপসারিত করা হল, তা নিয়ে ধন্দ রয়েছে।
সব মিলিয়ে আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। আর আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি ভেসে উঠছে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। দলে ও ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এমন পর্যায়ে যে, সৌরভের কথায় কলকাতায় প্রত্যেক মরশুমের আগে প্রস্তুতি শিবির হয় দিল্লি ক্যাপিটালসের।
শোনা যাচ্ছে, পন্টিং বিদায়ের পর ঋষভ পন্থদের কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন সৌরভ স্বয়ং। তিনি এমনিতেই ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার সুবাদে দলের খোলনলচে সম্পর্কে ওয়াকিবহাল। অভিষেক পোড়েল, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবসের মতো তরুণের সাফল্যের নেপথ্যেও অন্যতম কৃতিত্ব দেওয়া হয় সৌরভকে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থের মাঠে ফেরা ও নিজের সাবলীল ব্যাটিং ফের করতে পারার নেপথ্যেও সৌরভের অবদান রয়েছে। তাই পন্টিংয়ের পর সৌরভ নিতে পারেন দিল্লি ক্যাপিটালসের কোচের পদ।
Thank you, Ricky! 💙❤️ pic.twitter.com/D6gt7UbLpW
— Delhi Capitals (@DelhiCapitals) July 13, 2024
টানা ৭ বছর দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে কাজ করেছেন পন্টিং। তবে দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি। আগামী মরশুমের জন্য আইপিএলের মেগা নিলামের আসর বসবে। তার আগে নতুন করে ঘর গুছিয়ে নিতে চায় দিল্লি।
আরও পড়ুন: ফুটবল মাঠে সাফল্য পেয়েছে মেয়ে, গর্বিত বলিউডে দাপিয়ে বেড়ানো বাঙালি অভিনেতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।