IPL 2024: কেন হঠাৎ আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত? কারণ জানালেন নাইট তারকা জেসন রয়
KKR: জেসন রয়ের বদলি হিসাবে ইতিমধ্যেই ফিল সল্টের নাম ঘোষণা করে দিয়েছে কেকেআর।
নয়াদিল্লি: আইপিএল (IPL 2024) শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। ইতিমধ্য়েই ফ্র্যাঞ্চাইজিগুলি টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জোরকদমে চলছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রস্তুতিও। তবে আসন্ন মরশুমে দলের তারকা ওপেনার জেসন রয়কে (Jason Roy) পাবে না নাইটরা। আইপিএল না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড তারকা?
নাইটদের শেয়ার করা সম্প্রতি এক ভিডিতে জেসন রয় জানান তিনি পারিবারিক কারণেই এ বারের আইপিএলে খেলতে পারছেন না। কারণ ব্যাখা করে ইংলিশ ব্যাটার বলেন, 'আমি অনেক ভাবনাচিন্তা করে এ বারের আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। সেই জানুয়ার মাস থেকে আমি বাইরে রয়েছি। এই বছরটা ভীষণই ব্যস্ত হতে চলেছে। তাই তার জন্য আমায় মানসিকভাবে নিজেকে চাঙ্গা হতে হবে এবং পরিবারের কাছে ফিরে যেতে হবে। আমি কেকেআরে আমার বন্ধু এবং সতীর্থদের হয়ে গোটা টুর্নামেন্টে গলা ফাটাব। ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
You’ll be missed Jason. But we understand 💜 pic.twitter.com/wrAdafC08G
— KolkataKnightRiders (@KKRiders) March 11, 2024
ইতিমধ্যেই রয়ের বদলি খেলোয়াড়রও খুঁজে ফেলেছে নাইট শিবির। রয়ের বদলে আরেক ইংল্যান্ড তারকাকেই সই করিয়েছে কেকেআর। তিনি ফিল সল্ট। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন সল্ট। কিন্তু তাঁকে এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দল। নিলামে যদিও অবিক্রিত ছিলেন। এবার সল্টকে তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকা মূল্যেই দলে নিয়ে নিল কেকেআর।
ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২ টো শতরান হাঁকিয়েছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুটো সেঞ্চুরি রয়েছে সল্টের। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ৪৮ বলে শতরান হাঁকিয়েছিলেন। যা ইংল্যান্ডের জার্সিতে যে কোনও ব্যাটারের যুগ্মভাবে দ্রুততম শতরান।
আইপিএলের প্রথমার্ধের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে কেকেআরের তিনটি ম্যাচ রয়েছে। এই তিন ম্যাচের মধ্যে ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই, অর্থাৎ ২৩ মার্চ শনিবার কেকেআর ঘরের মাঠে সানরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করছে। ইডেনে সল্টের ব্যাটিং ঝড় দেখতে নিশ্চিয়ই নাইট সমর্থকরা মুখিয়ে রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ব্যর্থ দীপ্তির লড়াই, ৮ রানে ম্যাচ হেরে ইউপি ওয়ারিয়র্সের প্লে অফ সম্ভাবনাই এখন সংকটে