IPL 2024: বাকি তিনটি জায়গা, লড়াইয়ে সাত দল, কোন অঙ্কে আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারবেন কোহলি, গিলরা?
IPL Play Offs 2024: কলকাতা নাইট রাইডার্স একমাত্র দল হিসাবে এখনও পর্যন্ত আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পেরেছে।
![IPL 2024: বাকি তিনটি জায়গা, লড়াইয়ে সাত দল, কোন অঙ্কে আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারবেন কোহলি, গিলরা? Kolkata Knight Riders qualified how other teams can IPL Play Offs 2024 know in details IPL 2024: বাকি তিনটি জায়গা, লড়াইয়ে সাত দল, কোন অঙ্কে আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারবেন কোহলি, গিলরা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/12/8a62b0af344bc10e790b5ce6248337561715502411412507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আইপিএলের ১৭তম সংস্করণ একেবারে শেষ পর্যায়ে চলেছে। জমে উঠেছে প্লে-অফে পৌঁছনোর খেলাও। প্রতিটি ম্যাচের ফলাফলই সমস্ত পরিসংখ্যান উলট পালট করে দিতে পারে। এথনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স একমাত্র দল হিসাবে এখনও পর্যন্ত আইপিএলের প্লে-অফে (IPL Play Offs 2024) নিজেদের জায়গা পাকা করতে পেরেছে। অপরদিকে, পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স এই দৌড় থেকে ছিটকে গিয়েছে। অর্থাৎ বাকি তিন জায়গা দখলের লড়াইয়ে আছে সাত দল।
কোন দল ঠিক কোন উপায়ে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পারবে?
রাজস্থান রয়্যালস- রাজস্থান রয়্যালসের তিন ম্যাচ বাকি রয়েছে। তারা যদি সেই তিন ম্যাচই জিততে পারে, তাহলে শুধু প্লে-অফে পৌঁছবে, তাই নয়, প্রথম দুই দলের মধ্যে তাদের থাকাও সুনিশ্চিত হয়ে যাবে। তবে সঞ্জু স্যামসনরা সিএসকেকে রবিবার হারাতে পারলেই কিন্তু প্লে-অফে তাঁদের জায়গা পাকা হয়ে যেতে পারে।
সানরাইজার্স হায়দরাবাদ- নিজেদের বিধ্বংসী ব্যাটিংয়ে এ মরশুমে সকলকে প্রভাবিত করেছে সানরাইজার্স। লিগ তালিকায় আপাতত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি লিগ তালিকায় তৃতীয় স্থানে। নিজেদের পরের দুই ম্যাচ জিতলে সানরাইজার্সের প্লে-অফে পৌঁছনো নিশ্চিত।
চেন্নাই সুপার কিংস- নিজেদের ঘরের মাঠে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে। হলুদ ব্রিগেডের পরের ম্যাচ আরসিবির বিরুদ্ধে। এই দুই ম্যাচেই সিএসকেকে জিততে হবেই। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্সের নিজেদের দুই ম্যাচের একটিতে হারলেও গতবারের চ্যাম্পিয়নদের প্লে অফ নিশ্চিত।
দিল্লি ক্যাপিটালস- সিএসকের পাশাপাশি দিল্লির দখলেও ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। ঋষভ পন্থদের নিজেদের বাকি দুই ম্যাচ জিততে হবে। তবে দিল্লি আপাতত নেট রান রেটে পিছিয়ে রয়েছে। তাই সিএসকের একটি ম্যাচ হারাও প্রয়োজনীয়। হলুদ ব্রিগেড যদি নিজেদের দুই ম্যাচই জেতে, তাহলে দিল্লিকে নেট রান রেটের ভরসায় থাকতে হবে। অবশ্য় সানরাইজার্স নিজেদের পরের দুই ম্যাচ হারলেও দুই ম্যাচ জিতে সরাসরি প্লে-অফে চলে যেতে পারবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।
লখনউ সুপার জায়ান্টস- লিগ তালিকায় ১২ পয়েন্টে থাকা তৃতীয় দল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের প্লে-অফে পৌঁছতে নিজেদের পরের দুই ম্যাচে দিল্লি এবং মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে। উপরন্তু, কেএল রাহুলদের প্লে-অফের যোগ্যতা অর্জনের জন্য চেন্নাই সুপার কিংসকেও তাদের একটি ম্যাচ হারতে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১২ ম্যাচে ১০ পয়েন্টে থাকা আরসিবির জন্য প্লে-অফে পৌঁছনোর অঙ্কটা বেশ জটিল। কোহলিদের যে পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। এছাড়া মুম্বইয়ের লখনউকে হারাতে হবে এবং গুজরাত টাইটান্সের এক ম্যাচ হারতে হবে। তাহলে আরসিবি উপরের তিন দলের সঙ্গে সমানসংখ্যক ১৪ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। সেক্ষেত্রে নেট রান রেটের নিরিখে আরসিবি আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারে।
গুজরাত টাইটান্স- গুজরাতের ক্ষেত্রেও প্লে-অফের অঙ্কটা আরসিবির মতোই জটিল। পরবর্তী দুই ম্যাচে তাদের জেতাটা যথারীতি বাধ্যতামূলক। এছাড়া আরসিবি, দিল্লি, সিএসকে এবং লখনউকে তাদের একটি ম্যাচ বড় ব্যবধানে হারতে হবে। এক্ষেত্রে বাকি চার দলের মতো গুজরাতও ১৪ পয়েন্টে লিগ শেষ করবে। সেক্ষেত্রে গত বারের ফাইনালিস্টদের নেট রান রেট ভাল হলে, তাঁরা প্লে-অফে পৌঁছতে পারবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ক্রিকেটের নন্দনকাননে মুম্বইকে হারিয়েই মুম্বইয়ের সর্বকালীন রেকর্ডে ভাগ বসাল কেকেআর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)