Shikhar on Mayank Yadav: অভিষেকেই আগুনে বোলিং, প্রতিপক্ষ অধিনায়কও প্রশংসায় ভরালেন লখনউয়ের ময়ঙ্ককে
Mayank Yadav: পাঞ্জাল কিংসের বিরুদ্ধে ময়ঙ্ক নিজের গতিতে সকলকে চমকে দিয়ে নিয়ে নেন তিন উইকেট।
লখনউ: বয়স মাত্র ২১ বছর। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (LSG vs PBKS) শনিবার একানা স্টেডিয়ামেই নিজের আইপিএল অভিষেক ঘটিয়েছেন। আর অভিষেক ম্যাচেই ম্য়াচ সেরা। ভারতীয় ক্রিকেটে বর্তমানে 'টক অফ দ্য টাউন' লখনউ সুপার জায়ান্টসের ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। তরুণ ফাস্ট বোলারের আগুনে গতির বল সামলাতে হিমশিম খেয়েছেন শিখর ধবন (Shikhar Dhawan), জনি বেয়ারস্টোর মতো বিশ্ববন্দিত তারকারাও। প্রশংসা জুটেছে ব্রেট লির থেকেও। ম্যাচ শেষে প্রতিপক্ষ বোলারের প্রশংসায় পঞ্চমুখ পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন।
ম্যাচ শেষে শিখর অকপটে স্বীকার নেন যে ময়ঙ্কের বলের গতি তাঁকে চমকে দিয়েছে। তিনি বলেন, 'আমরা শুরুটা তো ভালই করেছিলাম, তবে ময়ঙ্ক ওই গতিতে দারুণ বল করল। আমি তো প্রথমে ওর গতি দেখে চমকে গিয়েছিলাম। ঠিক করেছিলাম ওর গতিকেই ওর বিরুদ্ধে কাজে লাগাব। তবে যা দুরন্ত বাউন্সার, ইয়র্কার করল। আমি তো সকলকেই ওর গতিকেই ওর বিরুদ্ধেই ব্যবহার করার এবং মাঠের ছোট দিকটাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছিলাম। তবে ও বেয়ারস্টোর শরীর তাক করে বল করে ওকে আউট করে।'
ময়ঙ্কের শনিবাসরীয় রাতে নিজের চার ওভারে ২৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তাঁর অনবদ্য বোলিংয়ে ভর করেই লখনউ সুপার জায়ান্টস ২১ রানে পাঞ্জাব কিংসকে পরাজিত করে। ম্যাচের সেরাও নির্বাচিত হন দিল্লির এই তরুণ ফাস্ট বোলার। তাঁর ২৪টি বলের মধ্যে ১৮ টি বলই কিন্তু ১৪৫ কিমি প্রতি ঘণ্টার অধিক গতিতে করা হয়েছে, যা দেখেই আশায় বুক বাধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তবে এই পথ সুগম ছিল না।
গত মরশুমে মাত্র ২০ লক্ষ টাকায় লখনউ দলে নিয়েছিল ময়ঙ্ককে। চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি, ডান হাতি ফাস্ট বোলার। তবে আস্থা হারায়নি লখনউ ফ্র্যাঞ্চাইজি। তাঁকে দলে ধরে রাখা হয়। সেই ভরসার প্রতিদান ম্যাচ জেতানো বোলিংয়ের মাধ্যমে দিলেন ময়ঙ্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দলের ভেতরেই সংঘাত চরমে! টুর্নামেন্টের মাঝেই কি ভাগ হয়ে গেল হার্দিক-রোহিত শিবির?দলের ভেতরেই সংঘাত চরমে! টুর্নামেন্টের মাঝেই কি ভাগ হয়ে গেল হার্দিক-রোহিত শিবির?