MI vs KKR IPL Live Score: ২৪ রানে ম্যাচ জিতে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের স্বপ্ন ধ্বংস করে দিল কেকেআর
Mumbai Indians vs Kolkata Knight Riders: ছন্দে রয়েছে কেকেআর। ৬টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে। প্লে অফে ওঠার দৌড়ে অনেকের চেয়ে এগিয়ে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে মাত্র ৬ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের।
LIVE
Background
মুম্বই: অনেকে বলেন, সিটি অফ ড্রিমস। স্বপ্ননগরী। যে শহরে এক বুক আকাঙ্খা নিয়ে এক তরুণ এসে পৌঁছেছিলেন কেরিয়ার গড়ে তুলতে। রাজধানী দিল্লি থেকে ট্রেনে চেপে সটান বাণিজ্যনগরীতে। মেরিন ড্রাইভ দিয়ে হাঁটতে হাঁটতে যিনি সংকল্প করেছিলেন, একদিন এই শহর তাঁর হবে।
কথা রেখেছেন সেদিনের সেই তরুণ। নাম-যশ-প্রতিপত্তি, সবই বানিয়েছেন। তাঁর বাজিগর পরিচিতির শুরুটাও হয়েছিল এই মুম্বই থেকেই। তবু, শাহরুখ খানের (Shah Rukh Khan) আক্ষেপ রয়ে গিয়েছে এই শহরে তাঁর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড নিয়ে। আইপিএলের (IPL 2024) সতেরো বছরের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সই কেকেআরের (MI vs KKR) সবচেয়ে বড় গাঁট। ৩২ বার মুখোমুখি হয়ে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২৩ ম্যাচ। মাত্র ৯ ম্যাচে জয়ী কেকেআর।
মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামের রেকর্ড আরও ভয়াবহ। এই মাঠে এখনও অবধি একবার মাত্র জিতেছে কেকেআর (Kolkata Knight Riders)। শাহরুখ খান তো টানা হার হজম করতে না পেরে একবার দলের ড্রেসিংরুমে গিয়ে বলেই ফেলেছিলেন, এই শহর আমাকে বাদশা, বাজিগর বলে ডাকে। এখানে একবার অন্তত জিতে আমার মুখরক্ষা করো। জিতেছিল কেকেআর। একবারই। সেই ২০১২ সালে। সেই জয়ের রাতেও ছিল কাঁটা। আনন্দের আতিশয্যে মাঠে ঢুকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন শাহরুখ। তাঁকে নির্বাসিত করেছিল মুম্বই ক্রিকেট সংস্থা।
সেই নির্বাসন উঠে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের হতশ্রী রেকর্ডও কি এবার বদলাবে? শেষ দুবারের সাক্ষাতে দুবারই জিতেছে কেকেআর। শুক্রবার কী হবে?
২০১২ সালে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন সুনীল নারাইন। চলতি আইপিএলে তাঁর পুনর্জন্ম হয়েছে যেন। ব্যাট হাতে ঝড় তুলছেন। বল হাতেও কৃপণ। শুক্রবার নাইট শিবির তাকিয়ে থাকবে তাঁর দিকে।
এমনিতে ছন্দে রয়েছে কেকেআর। ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে। প্লে অফে ওঠার দৌড়ে অনেকের চেয়ে এগিয়ে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে মাত্র ৬ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি চার ম্যাচের একটিতেও হারলে প্লে অফের স্বপ্ন খাতায় কলমেও শেষ হয়ে যাবে। যার মধ্যে দুটি ম্যাচ আবার কেকেআরের সঙ্গে।
আর কে বলতে পারে, সেই দুই ম্যাচের অন্তত একটি জিতে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিদায় ঘটিয়ে দিয়ে শাহরুখকে স্বস্তি দেবে না কেকেআর? আর সেই জয় যদি আসে শুক্রবার ওয়াংখেড়েতেই?
শাপমোচন হবে। প্লে অফের স্বপ্ন আরও গাঢ় হবে। তাতেই কেকেআরের তৃপ্তি। মুম্বই যে স্বপ্ন দেখানোর শহর...
MI vs KKR Live: কেকেআর ২৪ রানে ম্যাচ জিতল
১৯তম ওভারে তিন উইকেট মিচেল স্টার্কের। ১৮.৫ ওভারে ১৪৫ রানে অল আউট মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর ২৪ রানে ম্যাচ জিতল। সেই সঙ্গে নিভে গেল মুম্বইয়ের প্লে অফের স্বপ্ন।
IPL Live: ১৭ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১২৭/৭
সূর্যকুমারকে (৫৬) ফিরিয়ে মুম্বইকে জোর ধাক্কা রাসেলের। ১৭ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১২৭/৭।
KKR vs MI Live: ৩০ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমারের
রাসেলের বলে মাত্র ১ রান করে ফিরলেন হার্দিক। ৩০ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমারের। ১৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১০/৬। ম্যাচ জিততে আর ৩৬ বলে ৬০ রান চাই।
IPL Live: ১১ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৭১/৫
৪ রান করে ফিরলেন তিলক বর্মা। নেহাল ওয়াধেরা ৬ করে নারাইনের বলে বোল্ড। ১১ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৭১/৫।
IPL Live: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৪/৩
মাত্র ১১ রান করে সুনীল নারাইনের বলে ফিরলেন রোহিত। ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৪/৩।