MI vs SRH, 1st Innings Score: পোলার্ডের ঝোড়ো ব্যাটিং লড়াইয়ে রাখল মুম্বইকে
MI vs SRH, IPL 2021 1st Innings Highlights: শনিবার টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ও কুইন্টন ডি'কক মিলে দ্রুত পঞ্চাশ রান যোগ করেন।
![MI vs SRH, 1st Innings Score: পোলার্ডের ঝোড়ো ব্যাটিং লড়াইয়ে রাখল মুম্বইকে MI vs SRH Score IPL 2021 Live Score Mumbai Indians vs Sunrisers Hyderabad first innings score highlights MI vs SRH, 1st Innings Score: পোলার্ডের ঝোড়ো ব্যাটিং লড়াইয়ে রাখল মুম্বইকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/17/9e7adab98904e227aadc8e6ce6f2c23d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: দারুণ শুরু করেও পরের দিকে একের পর এক উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবু শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর তুলল পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ৫ উইেকেট বিনিময়ে দেড়শো রান।
আর ব্যাট হাতে লড়াই করে দলকে ভাল জায়গায় রাখলেন কায়রন পোলার্ড। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২২ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। পোলার্ডের ইনিংসে ছিল ১ টি চার ও ৩টি বিশাল ছক্কা।
শনিবার টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ও কুইন্টন ডি'কক মিলে দ্রুত পঞ্চাশ রান যোগ করেন। ৬.৩ ওভারে দলের ৫৫ রানের মাথায় আউট হয়ে যান রোহিত। ২৫ বলে ৩২ রান করেন তিনি। রোহিতের ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ডি'কক ৩৯ বলে ৫টি চার মেরে ৪০ রান করে আউট হন। তবে দুই ওপেনার ফেরার পরই ব্যাটিং ধস নামে মুম্বইয়ের। পরপর ফিরে যান সূর্যকুমার যাদব (৬ বলে ১০ রান), ঈশান কিষাণ (২১ বলে ১২ রান) ও হার্দিক পাণ্ড্য (৫ বলে ৭ রান)। শেষের দিকে ৩ রান করে অপরাজিত ছিলেন ক্রুণাল পাণ্ড্য। মুম্বইয়ের হয়ে যেটুকু পাল্টা লড়াই করার, পরের দিকে করেন পোলার্ড।
সানরাইজার্স বোলারদের মধ্যে বিজয় শঙ্কর ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। দু'উইকেট নিয়েছেন মুজিব উর রহমানও। তবে এদিন মার খেয়েছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৪৫ রান খরচ করে কোনও উইকেট পাননি তিনি। টি নটরাজনের বদলে প্রথম একাদশে সুযোগ পেয়ে খলিল আমেদ এক উইকেট নিয়েছেন। প্রত্যাশামতোই এদিন ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশে রাখেনি হায়দরাবাদ। তাঁদের হয়ে উইকেটকিপিং করেন জনি বেয়ারস্টো। কম রানের ম্যাচে ফের কি হাড্ডাহাড্ডি একটি লড়াই অপেক্ষা করে রয়েছে?
হাঁসের ভূমিকায় বিরাট, সিন্ডারেলার গল্প শোনাচ্ছেন ডিভিলিয়ার্স
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)