MS Dhoni-Russell: ব্যাট হাতে ধোনি মাঠে নামতেই জনগর্জন, আওয়াজের চোটে বাধ্য হয়ে কানে চাপলেন রাসেল
CSK vs KKR: চিপকে কেকেআরের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি মাত্র তিন বল ব্যাট করেন।
চেন্নাই: সোমবার সন্ধেতে চিপকে উপস্থিত জনগণ সাক্ষী থাকল তাদের প্রিয় দলের দুরন্ত জয়ের। ১৪ বল বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস (CSK vs KKR)। ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করল হলুদ ব্রিগেড। সিএসকের জয়ের রাতেই চিপকের দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষারও অবসান ঘটল। চিপকের দর্শকরা সোমবার রাতে নিজেদের প্রিয় 'থালা'কে ব্যাটিং করতে দেখলেন।
এমএস ধোনি (MS Dhoni) বিগত দুই মরশুম ধরে সাধারণত আট নম্বরেই ব্যাটিংয়ে নামছেন। কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি সোমবার রাতে নাইটদের বিরুদ্ধে পাঁচ নম্বরেই ব্যাট করতে নামেন। তিনি মাত্র তিন বলল খেললেও, তাতে কারুর ভ্রুক্ষেপ নেই। প্রিয় ক্রিকেটারের ব্যাট হাতে এক ঝলক পেয়েই উচ্ছ্বসিত দর্শকরা। ধোনিকে ব্য়াট হাতে নামতে দেখে তাদের উচ্ছ্বাসের গর্জন এতটাই ছিল যে সেই সময় বাউন্ডারিতে ফিল্ডিং করা আন্দ্রে রাসেলকে (Andre Russell) চিৎকারে আওয়াজে কান চাপতে হয়।
YOU KNOW, THERE IS MYTH AND LEGEND THAT NOTHING MATCHES HYPE AND ROARS OF CHENNAI CHEPAUK CROWD WHEN DHONI ENTERS !!
— Pujara’s Kiki (@FlyingSlip_) April 8, 2024
Russell will be that one more living proof who witnessed it live!!
pic.twitter.com/dZ8laa3Pvb
ধোনির এদিন মাঠে নামাটাও খানিকটা নাটকীয়ই ছিল। শিবম দুবে ১৭তম ওভারে আউট হওয়ার পর সিএসকে সাজঘর থেকে প্রথমে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) ব্যাট প্যাড নিয়ে সিঁড়ি দিয়ে নেমে মাঠের দিকে যেতে দেখা যায়। কিন্তু মুহূর্ত পরেই তিনি ঘুরে আবার সাজঘরে ফিরে যান। প্রবল জনগর্জন, করতালির মাঝে মাঠে ব্যাট হাতে দস্তানা ঠিক করতে করতে মাঠে নামেন ধোনি।
এই গোটা বিষয়টা ধোনি নিজেই সাজিয়েছিলেন বলে ম্যাচ শেষে জানান তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তিনি বলেন, 'ধোনি ভাই জাড্ডু ভাইকে নির্দেশ দেন যে তিনি ব্যাটিং করতে নামবেন, কিন্তু জাড্ডু ভাই যেন এমন দেখান যে ওঁই ব্যাট করতে নামছে। সাজঘরে বসে থাকাকালীন এই কথোপকথনটা আমার কানে আসে।' জাডেজা এই প্রসঙ্গে বলেন, 'ওঁ মাঠে নিজের কেবল এক ঝলক দেখান এবং তাতেই সমর্থকদের সব পয়সা উসুল হয়ে গিয়েছে।'
Jaddu's cute tease and Thala's fan-service entry! What an explosive experience 😭💛 This is what we're here for 💥💛#Thala #Dhoni #MSDhoni #CSK #CSKvKKR pic.twitter.com/lUiOMyMJfV
— Anirudh (@anirudhsriraman) April 8, 2024
নিজের অধিনায়কত্ব ছাড়া থেকে অবসরের সিদ্ধান্ত, ধোনির সবেতেই চমক ছিল। আগে থেকে কাউকে কিছু বুঝতে দেননি। এদিন ব্যাট হাতে নেমে ফের একবার সকলকে চমকে দিলেন মাহি।