MS Dhoni: আইপিএল শুরুর আগেই নিজের নতুন 'ভূমিকা'র কথা ঘোষণা করলেন ধোনি
Mahendra Singh Dhoni: এই নতুন ভূমিকাটা ঠিক কী, সেই বিষয়ে অবশ্য কিছু জানা না গেলেও, অনেকেই মনে করছেন বছর ৪২-র তারকা ক্রিকেটার হয়তো এরপর সিএসকের মেন্টরের দায়িত্ব পালন করবেন।
নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুর হয়ে যাচ্ছে আইপএলের ১৬তম সংস্করণ। বর্তমানে একমাত্র আইপিএলেই ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির দেখা মেলে। তাই এই মেগা টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে থাকেন মাহি ভক্তরা। অনেকেই মনে করছেন এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে। ক্রিকেটার পরবর্তী অন্য কোনও ভূমিকায় আইপিএলের রেকর্ড খেতাবজয়ী ক্যাপ্টেনকে দেখা যাবে কি না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। জল্পনায় আরও ইন্ধন জোগালো দুই লাইনের এক পোস্ট।
সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন মহেন্দ্র সিংহ ধোনি। কালে-ভদ্রে তিনি এক আধটা পোস্ট করেন। সেই ধোনিই, সোমবার ৪ মার্চ নিজের ফেসবুক পেজে একটি বার্তা শেয়ার করে নিজের নতুন 'ভূমিকা'র কথা জানান। চেন্নাই সুপার কিংস অধিনায়ক লেখেন, 'নতুন মরশুম এবং নতুন ভূমিকার জন্য আর তর সইছে না। সঙ্গে থাকুন।' এই নতুন ভূমিকাটা ঠিক কী, সেই বিষয়ে অবশ্য কিছু জানা না গেলেও, অনেকেই মনে করছেন বছর ৪২-র তারকা ক্রিকেটার হয়তো এরপর সিএসকের মেন্টরের দায়িত্ব পালন করবেন।
ধোনি এ মরশুমে যে খেলোয়াড় হিসাবেই অংশগ্রহণ করবেন এবং সেই লক্ষ্যে ধোনি জোরকদমে অনুশীলনও শুরু করেছেন বহু আগেই। তাঁকে গত বছর নিলামের আগেই সিএসকের তরফে রিটেন করার কথা ঘোষণা করা হয়েছিল। আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারও ধোনিই। তাঁর ভবিষ্যৎ নিয়েই যতই জল্পনা কল্পনা হোক। তাঁর ছোটবেলার বন্ধু কিন্তু মনে করছেন ধোনি শুধু এ মরশুমের আইপিএল নয়, আরও একাধিক মরশুম ক্রিকেটার হিসাবে মাঠে নামতে পারেন।
পরমজিৎ সিংহ হলেন ধোনির ছোটবেলার বন্ধু। যে যাই বলুন না কেন, পরমজিৎ কিন্তু মনে করছেন ধোনির যা ফিটনেস, তাতে তিনি আরামসে আরও একাধিক আইপিএল মরশুম খেলতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমজিৎ বলেন, 'এটা ওর শেষ মরশুম বলে আমার মনে হয় না। ও তো এখনও দারুণ ফিট। আমার মনে হয় ও আরও এক দুই মরশুম খেলবে। আরও এক মরশুম তো অন্তত খেলবেই। কারণ এখনও ওর ফিটনেস দারুণ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইপিএলের আগে লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, চোট পরীক্ষা করিয়ে দেশে ফিরলেন রাহুল