KL Rahul: আইপিএলের আগে লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, চোট পরীক্ষা করিয়ে দেশে ফিরলেন রাহুল
KL Rahul: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কোয়াড্রিসেপসে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছিল কেএল রাহুলকে।
নয়াদিল্লি: ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে লেগেছিল চোট। কোয়াড্রিসেপসের চোট পেলেও এক টেস্ট পরেই কেএল রাহুলের (KL Rahul) ফেরার কথা ছিল। কিন্তু তৃতীয় টেস্ট তো নয়, এমনকী পঞ্চম টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন রাহুল। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে লন্ডনে পাঠানো হয়েছিল। সামনেই আইপিএল (IPL 2024)। এখনও চোট না সারায় তাই স্বাভাবিকভাবেই রাহুলের আইপিএল ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে তাঁর ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) নিশ্চিন্ত হতে পারে। কারণ তিনি বিলেতে শারীরিক পরীক্ষা সেরে দেশে ফিরেছেন এবং আইপিএলের জন্য মাঠে নামতেও মুখিয়ে রয়েছেন।
২২ মার্চ থেকে আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হতে চলেছে। গত মরশুমের মাঝপথেই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন রাহুল। তবে এ মরশুমে শুরু থেকেই তিনি মাঠে নামতে চলেছেন। এক রিপোর্ট অনুযায়ী রাহুলের লন্ডন সফর লাভদায়ক হয়েছে এবং তিনি ইতিমধ্যেই আইপিএলে অংশগ্রহণের উদ্দেশ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লখনউ সুপার জায়ান্টস নিজেদের মরশুম শুরু করবে। রাহুল প্রথম থেকেই ম্যাচ ফিট হয়ে মাঠে নামতে বদ্ধপরিকর। তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়পত্র পেলে তবেই তিনি মাঠে ফিরতে পারবেন।
আইপিএলে রাহুল সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে আগ্রহী হওয়ার অন্যতম বড় কারণ হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল শেষের প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ শুরু হতে চলেছে। তার আগে ভারতীয় দল আর কোনও প্রতিযোগিতামূলক সীমিত ওভারের ম্যাচ খেলবে না। দল নির্বাচনও হবে আইপিএল শেষ হওয়ার আগেই। তাই মেগা টুর্নামেন্টে খেলোয়াড়দের ফর্মের ওপর অনেক কিছুই নির্ভর করছে। আইপিএলে ভাল খেলে রাহুল তাই নিজের জায়গা পাকা করতে বদ্ধপরিকর।
ঋষভ পন্থও কিন্তু গাড়ি দুর্ঘটনার পর আইপিএলের মাধ্যমেই নিজের প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। পন্থের অনুপস্থিতিতে রাহুল বাদে আর কোনও কিপার-ব্যাটারই সীমিত ওভারের ক্রিকেটে তেমন নজর কাড়তে পারেননি। তবে পন্থ ফেরায় রাহুলের কাছে কিপার-ব্যাটারের ভূমিকায় দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ বাড়ল। সেই কারণেই তিনি আরও বেশি করে ছন্দে ফিরতে আগ্রহী। রাহুল এবার কেমন পারফর্ম করেন, সেইদিকে থাকবে নজর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নায়ক শার্দুল, চার উইকেট মুলানির, তামিলনাড়ুকে উড়িয়ে রেকর্ড ৪৮তম রঞ্জি ফাইনালে মুম্বই