IPL 2026 Auction: ৯.২০ কোটি মূল্যে কেকেআরে মুস্তাফিজুর, দলে ঢুকে পড়লেন রাচিন রবীন্দ্র ও আকাশ দীপ
KKR Mustafizur Rahman: এর আগে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এদিন নিলামের টেবিলেও ফিজকে নেওয়ার জন্য সিএসকে ও কেকেআরের মধ্যে বেশ কাড়াকাড়ি হয়।

কলকাতা: আইপিএলে (IPL 2026) বাংলাদেশের প্লেয়ারদের মধ্য়ে একমাত্র নিলাম থেকে দল পেলেন মুস্তাফিজুর রহমন (Mustafizur Rahman)। বেস প্রাইস ছিল ২ কোটি। সেখান থেকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিল বাংলাদেশের তারকা পেসারকে। স্লোয়ার ও কাটারের জন্য়ই বিখ্যাত মুস্তাফিজুর। এর আগে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এদিন নিলামের টেবিলেও ফিজকে নেওয়ার জন্য সিএসকে ও কেকেআরের মধ্যে বেশ কাড়াকাড়ি হয়। শেষ পর্যন্ত ওপার বাংলার ক্রিকেটারকে দলে নিয়ে নিল এপার বাংলার ফ্র্যাঞ্চাইজি।
তাবড় তাবড় ব্যাটারকে ঘোল খাইয়েছেন নিজের স্লোয়ারের মধ্য়ে দিয়ে। স্লোয়ার ইয়র্কারে রীতিমত সিদ্ধহস্ত ফিজ। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ৬০ ম্য়াচ খেলে তুলে নিয়েছেন ৬৫ উইকেটও। ৮.১৩ ইকনমিতে বোলিং করেছেন। একমাত্র বিদেশি ক্রিকেটার যিনি আইপিএলের এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিলেন ২০১৬ মরশুমেই। দেশের জার্সিতেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দারুণ পারফর্ম করেছেন। এখনও পর্যন্ত ১৫৮ উইকেট ঝুলিতে পুরেছেন। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে ৩৮৭ উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২১.৪৩ এবং ইকনমি রেট ৭.৪৩।
View this post on Instagram
এদিকে, বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলা ভারতীয় টেস্ট ক্রিকেট দলের সদস্য আকাশ দীপকে দলে নিল কেকেআর। বেস প্রাইস ৩০ লক্ষ টাকাতেই তাঁকে দলে নিল নাইট শিবির। অনেক দিন পর বাংলার হয়ে খেলা কোনও প্লেয়ারকে দেখা যাবে নাইট রাইডার্স শিবিরে।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা রাচিন রবীন্দ্রকে ২ কোটি টাকা বেস প্রাইসেই দলে নিল কেকেআর। প্রথমবার কিউয়ি তারকা আনসোল্ড ছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন নাম ওঠে নিলামে। তখন সেখান থেকে নাইট শিবির দলে নিয়ে নিল রবীন্দ্রকে।
View this post on Instagram
কেকেআর ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল ক্যামেরন গ্রিনকে। ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল মাথিসা পাথিরানাকে।




















