GT vs PBKS: ঘরের মাঠে শক্তিশালী গুজরাত টাইটান্সের মুখোমুখি হারের হ্যাটট্রিক হারাতে বদ্ধপরিকর পাঞ্জাব কিংস
Gujarat Titans vs Punjab Kings: দুই দলের তিনবার মুখোমুখি সাক্ষাতে গুজরাত টাইটান্স দুই ম্যাচ এবং পাঞ্জাব কিংস একটি ম্যাচ জিতেছেন।
আমদাবাদ: মরশুম শুরুর আগে গত দুইবারের আইপিএল ফাইনালিস্ট গুজরাত টাইটান্স (Gujarat Titans) কেমন পারফর্ম করবে সেই নিয় অনেকেই সন্দিহান ছিলেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য দল ছেড়েছেন। অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামিও চোটের কারণে টুর্নামেন্টে নেই। তবে তরুণ অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) কিন্তু শুরুটা মন্দ করেননি। তিন ম্যাচের দুইটি ম্যাচেই জয় পেয়েছে গুজরাত। দুইটি জয়ই এসেছে তাদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবার সেই ম্যাচে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ মাঠে নামছে গুজরাত। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (Punjab Kings), যারা হারের হ্যাটট্রিক এড়াতে বদ্ধপরিকর।
মরশুমটা কিন্তু ঘরের মাঠে জয় দিয়েই শুরু করেছিল পাঞ্জাব কিংস। কিন্ত শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন কিংস নিজেদের দুই অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। ফের এক অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবেন তাঁরা। পাঞ্জাবের ব্যাটিং আক্রমণ কিন্তু বেশ শক্তিশালী। নিজেদের দিনে তাঁরা যে কোনও প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে। অধিনায়ক শিখর ধবন শুরু থেকেই ফর্মে রয়েছেন। গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭২ রানের ইনিংস। আরেক ওপেনার জনি বেয়ারস্টোও বেশ ছন্দে। স্যাম কারানও ইতিমধ্যে একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। লিয়াম লিভিংস্টোনও রয়েছেন মিডল অর্ডারে।
পাঞ্জাবের ব্যাটিং তাই বেশ শক্তিশালীই বটে। কিন্তু দলের দুর্বলতা বোলিং বিভাগে। ১১.৭৫ কোটি টাকায় কেনা হর্ষল পটেল একেবারেই দলের হয়ে নজর কাড়তে ব্যর্থ। ১১.৪১ প্রতি ওভারে রান লুটিয়েছেন তিনি। কাগিসো রাবাডাকেও নিজের বিধ্বংসী ফর্মে এখনও দেখা যায়নি। রাহুল চাহার, হরপ্রীত ব্রারদের নিয়ে তৈরি পাঞ্জাবের স্পিন বোলিং বিভাগেও প্রথম সারির তারকার অভাব রয়েছে বলে মনে করছেন অনেকেই। আর ঠিক এই বিষয়টাই গুজরাতের প্লাস পয়েন্ট।
মহম্মদ শামির অনুপস্থিতিতে আজমাতুল্লাহ ওমরজ়াই কিন্তু নতুন বলে সুইং করিয়ে বেশ নজর কেড়েছেন। রশিদ খানের চোট সমস্যা মিটেছে। তিনি এখনও নিজের সেরা ফর্মে না হলেও উইকেট পাচ্ছেন। স্পেনসার জনসনের গতি, মোহিত শর্মার অভিজ্ঞতা দলের বোলিংয়ে বৈচিত্র যোগ করে। তাই ঘরের মাঠে গুজরাতকে হারানোটা পাঞ্জাবের জন্য একেবারেই সহজ হবে না। এই ম্যাচে পাঞ্জাবের ছেলে শুভমন পাঞ্জাবের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, সেইদিকেও কিন্তু অনেকেই নজর রাখবেন। ম্যাচের ৪০ ওভারের লড়াইয়ের পর শেষ হাসিটা কে হাসেন, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বিশাখাপত্তনমে ব্যাটিং বিক্রমে সচিনের রেকর্ড টপকালেন রাসেল