IPL 2026: অশ্বিন, স্যামসনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, ট্রেডের মাধ্যমে দলবদল করছেন দুই তারকা? জবাব দিলেন সঞ্জু
Ravichandran Ashwin-Sanju Samson: আর অশ্বিন ও সঞ্জু স্যামসন, উভয় তারকাই আগামী মরশুমে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলতে পারেন বলে শোনা যাচ্ছে।

নয়াদিল্লি: আর অশ্বিন (Ravichandran Ashwin) ভারতীয় দলের সর্বকালের সেরা বোলারদের অন্যতম। ২২ গজে তাঁর ভেল্কি যেমন প্রতিপক্ষকে বিপাকে ফেলত, মাঠের বাইরে তেমনই বুদ্ধিদীপ্ত ও সোজাসাপ্টা কথা বলে সকল সমালোচনাকে তুড়ি মেরে উড়াতে সিদ্ধহস্ত অশ্বিন। বর্তমানে অশ্বিন সোশ্যাল মিডিয়ার 'হট টপিক'। শোনা যাচ্ছে আসন্ন আইপিএল মরশুমের আগেই তিনি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ছাড়তে চলেছেন। অপরদিকে, সঞ্জু স্যামসনও (Sanju Samson) তাঁর দলবদলের চর্চার জেরেই ট্রেন্ডিং।
চেন্নাই সুপার কিংস স্যামসনকে দলে নিতে আগ্রহী বলে জোর জল্পনা। দুই দুইয়ে চার করে অনেকেই দাবি করছেন অশ্বিনের সঙ্গে স্যামসনের ট্রেড হতে পারে যার ফলে একদিকে যেখানে স্যামসন সিএসকেতে যোগ দিতে পারেন, সেখানে অপরদিকে অশ্বিন ফিরে যেতে পারেন তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রয়্যালসে। সম্প্রতি এই দুই মহাতারকা এবার সরাসরি একে অপরের সামনে এক সাক্ষাৎকারে জন্য বসলেন।
অশ্বিনের ইউটিউব চ্যানেলের ‘Kutti Stories with Ash’-র পর্বে একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে অশ্বিনকে সরাসরি স্যামসনকে জিজ্ঞেস করতে দেখা যায় যে তাঁদের আইপিএল দল কি তাঁদের ট্রেড করছে। টিজারে অশ্বিন স্যামসনের উদ্দেশে প্রশ্ন করেন, 'আমার তোমায় অনেক কিছু জিজ্ঞেস করার রয়েছে। তবে তার আগে আমার মনে হয় সরাসরি আমার এই প্রসঙ্গে আসা দরকার। আমি ট্রেড হতে একদম তৈরি। আমি কেরলেই থেকে যেতে পারলে খুব খুশি হব। অনেক কানাঘুষো শোনা যাচ্ছে। তাই আমার মনে হল আমি সরাসরি তোমাকেই না হয় এই প্রশ্নটা করি যে আমি কেরলেই থেকে যেতে পারি কি না এবং তুমি তার বদলে চেন্নাইয়ে সফর করে গেলে।'
স্যামসনকে এই প্রশ্নের মুখে খানিকটা অপ্রস্তুতই দেখায়। কোনওরকমে মুখ ঢেকে হাসি চাপেন স্যামসন। গোটা বিষয়টাই অশ্বিন মজার ছলেই বলেছেন বলেছেন বলে দাবি করা হলেও, অনেকেই কিন্তু এর পিছনে ট্রেডের সম্ভাবনার ইঙ্গিতের আভাস পাচ্ছেন। খবর অনুযায়ী স্যামসন রয়্যালস ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এবং তিনি দল ছাড়তে চান। তাঁকে নিজের ইচ্ছামতো ব্যাটিং পজিশন বাছাই করতে না দেওয়ার ফলেই মূলত এই ঝামেলা বলে দাবি করা হয়। তবে সিএসকের পাশিপাশি তারকা কিপার-ব্যাটারের সঙ্গে কেকেআরের নামও যুক্ত হচ্ছে। শেষমেশ স্যামসন কোন দলের হয়ে আইপিএল ২০২৬-এ মাঠে নামেন, সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















