Sports Highlights: ইডেনে ক্রিকেটার শাহরুখ খান, আইএসএল ফাইনালে মোহনবাগান, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালস (KKR vs DC) ম্যাচের আগে ইডেনে ক্রিকেট খেললেন শাহরুখ খান। ফাইনালে মোহনবাগান। আরসিবি, সিএসকে-র জয়। খেলার দুনিয়ার সারাদিন।
নাইট প্র্যাক্টিসে বাদশা
নেটে একদফা ব্যাটিং হয়ে গিয়েছিল রিঙ্কু সিংহের (Rinku Singh)। আচমকা ডি ব্লকের দিকে এগিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা। সেখানে তখন টেনিস বলে জোর ক্রিকেট খেলা চলছে। রিঙ্কু যেতেই ব্যাটিং করার আব্দার। বাঁহাতি রিঙ্কু স্টান্স নিলেন। দৌড়ে এসে তাঁকে বল করল বছর এগারোর খুদে। ২৬ বছরের রিঙ্কু উঁচু ক্যাচ তুললেন। দৌড়ে গিয়ে তা তালুবন্দি করলেন যিনি, তাঁর বয়স ৫৮।
পরিচয় করিয়ে দেওয়া যাক। রবিবার ইডেনে রিঙ্কুকে বল করা খুদের নাম আব্রাম খান। আর তাঁর ক্যাচ নিলেন যিনি, তাঁকে বলিউড চেনে বাদশা ও বাজিগর নামে। শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan)। রবিবাসরীয় ইডেনে ক্রিকেটে মাতলেন শাহরুখ।
ছক ভেঙে এদিন কলকাতা নাইট রাইডার্সের প্র্যাক্টিসে এসেছিলেন শাহরুখর। দল কিনেছিলেন ১৭ বছর আগে। ২০০৮ সালে। সেই থেকে কোনওদিন নাইটদের প্র্যাক্টিসে শাহরুখ হাজির হয়ে গিয়েছেন, সেই নজির নেই। কেকেআরের ম্যাচ থাকলে স্টেডিয়ামে গিয়ে গলা ফাটান। কিন্তু ম্যাচের আগের দিন দলের প্র্যাক্টিসের সময় মাঠে হাজির কিংগ খান!
ফাইনালে মোহনবাগান
ঘরের মাঠে নামার আগে প্রথম লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan Supergiant)। দ্বিতীয় লেগে ওড়িশার বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে আইএসএলের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপারজায়ান্ট। দলের হয়ে গোল করেন জেসন কামিংস ও আব্দুল সামাদ। দুই লেগ মিলিয়ে মোট ৩-২ গোলে এগিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল অ্যান্তানিও লোপেজ হাবাসের দল। শিল্ডজয়ের পর এবার ফের আরও একটা আইএসএল খেতাব জয়ের সুযােগ সবুজ মেরুন বাহিনীর সামনে।
আরসিবির বিরাট জয়
আইপিএলে যেন কোনও স্কোরই আর সুরক্ষিত নয়। ২৬১ করেও হারতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (GT vs RCB)।
লক্ষ্য ২০১ রান। আর সেই রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক ফাফ ডুপ্লেসির ফিরে যাওয়া। তবু আরসিবিকে সমস্যায় পড়তে হয়নি বিরাট কোহলি ও উইল জ্যাকসের জন্য। মাত্র ৪১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেললেন জ্যাকস। কোহলি ৪৪ বলে ৭০ রানে অপরাজিত রইলেন। ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আরসিবির।
জিতল চেন্নাই
বল হাতে অনবদ্য তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। চার উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ে ধস নামালেন চেন্নাই সুপার কিংস বোলার। ১৩৪ রানেই শেষ হয়ে গেল সানরাইজার্সের ইনিংস। ৭৮ রানের বিরাট ব্যবধানে জয় পেল হলুদ ব্রিগেড। এই আইপিএল (IPL 2024) মরশুমে প্রথমবার সানরাইজার্সকে কোনও দল অল আউট করল।
স্টার্ককে নিয়ে ধোঁয়াশা
তিনি খেললেও আলোচনায়। না খেললেও।
আইপিএলের (IPL 2024) ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার। শুরুতে রান বিলোচ্ছিলেন। তারপর দুটি ম্যাচে উইকেট তোলেন। তারপর ফের রান বিলি শুরু। ঝুলিতে রয়েছে জোড়া ওয়ান ডে বিশ্বকাপ। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রত্যাশাপূরণে ব্যর্থ। ডেথ ওভারে ফিকে। কর্ণ শর্মার মতো টেল এন্ডারও তাঁকে শেষ ওভারের তিন ছক্কা মেরে কেকেআরকে কার্যত হারিয়ে দিয়েছিলেন।
সেই মিচেল স্টার্ক (Mitchell Starc) কি দিল্লি ক্যাপিটালসের (KKR vs DC) বিরুদ্ধে সোমবার ইডেন গার্ডেন্সে খেলবেন?
লাখ টাকার প্রশ্ন। বা বলা ভাল, ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার প্রশ্ন। আরসিবির বিরুদ্ধে ম্যাচে শেষ ওভার বল করার সময় কর্ণ শর্মারই ফিরতি শটে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অস্ট্রেলীয় পেসার। তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি বাঁহাতি পেসার। স্টার্কের পরিবর্ত হিসাবে সেই ম্য়াচে খেলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। কেকেআর জার্সিতে অভিষেক হয় তাঁর। যদিও অভিষেক ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন শ্রীলঙ্কার পেসার। কারণ, পাঞ্জাব কিংসেব বিরুদ্ধে পুরো চার ওভার বল করানো যায়নি চামিরাকে। ৩ ওভারে ৪৮ রান খরচ করেন শ্রীলঙ্কার ক্রিকেটার।
স্টার্ক কি ফিট? ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলবেন? সাংবাদিক বৈঠকে এসে কেকেআরের কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিতকেও শুনতে হল সেই প্রশ্ন। পণ্ডিত বললেন, 'ওর চোট ছিল। সেটা কতটা সেরেছে, প্র্যাক্টিসে দেখে বুঝব। তারপর সিদ্ধান্ত নেব।' ধোঁয়াশা বজায় রাখলেন পণ্ডিত মশাই।