Sports Highlights: ঘরের মাঠে দিল্লিবধ নাইটদের, ফিট ময়ঙ্ক, ফাইনালে মুম্বই, খেলার সেরা খবরগুলো এক ঝলকে
Todays Sports Highlights: খেলার গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক --
কলকাতা: আইপিএলে (IPL 2024) আরও একটা জয় ছিনিয়ে নিল কেকেআর (Kolkata Knight Riders)। দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল শ্রেয়স আইয়ারের দল। মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারেন ফিট হয়ে ওঠা ময়ঙ্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কবে? আইএসএল ফাইনালে বাগানের সামনে মুম্বই। খেলার গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক --
দিল্লি বধ কেকেআরের
হার শুধু নয়, ইডেনে রীতিমতো বিধ্বস্ত হতে হল দিল্লি ক্যাপিটালসকে (KKR vs DC)। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে বিশাখাপত্তনমে ১০৬ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল কেকেআর। সোমবার দ্বিতীয় সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে ৭ উইকেটে দুরমুশ করল ঋষভ পন্থদের। ১৫৩/৯ স্কোর তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ কেকেআরের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণিতে ফিরল কেকেআর।
ফিট ময়ঙ্ক যাদব
পাঞ্জাব ও আরসিবি ম্য়াচে তিনটি করে উইকেট নেওয়ার পর গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে এক ওভার বল করেই চোটের জন্য় মাঠ ছেড়েছিলেন ময়ঙ্ক (Mayank Yadav)। এরপর থেকে এখনও পর্যন্ত আর মাঠে নামতে পারেননি দ্রুত গতির পেসার। তবে লখনউয়ের পরের ম্য়াচ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে। আর সেই ম্যাচেই হয়ত ২২ জে ফিরছেন ময়ঙ্ক। তাঁকে পুরো ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে।
পন্থের থেকে এগিয়ে স্যামসন?
আগামী জুনে আমেরিকা (America) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। সেই টুর্নামেন্টেই পন্থকেই প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটার মনে করা হচ্ছিল। কিন্তু সূত্রের খরব, ধারাবাহিক পারফরম্য়ান্স ও অধিনায়ক হিসেবে সাফল্যের সঙ্গে রাজস্থান রয়্যালসকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্যামসন। তাতে তাঁকেই নির্বাচকরা এগিয়ে রাখছেন পন্থের থেকে।
মঙ্গলবারই কি ঘোষণা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল?
মঙ্গলবার ৩০ এপ্রিলই হয়ত ঘোষণা হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্বাচকমণ্ডলী ১৫ সদস্য়ের ভারতীয় দল বাছাই করে নিতে পারে। সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আমদাবাদে এক বৈঠকে উপস্থিত হয়েই হয়ত বেছে নিতে পারে বিশ্বকাপের স্কোয়াড।
আইএসএল ফাইনালে মোহনবাগান-মুম্বই
প্রথম লেগে মুম্বই গোয়ার মাঠে গিয়ে তাদের ৩-২-এ হারিয়ে এসেছিল। সোমবার ফের তারা ২-০-য় জেতায় মোট ৫-২-এর ব্যবধানে জিতে ফাইনালে উঠল ২০২০-২১-এর শিল্ড ও কাপ চ্যাম্পিয়নরা। সে বার তৎকালীন এটিকে মোহনবাগানকে হারিয়েই আইএসএলের দ্বিমুকুট জিতেছিল তারা। এ বার সেই জোড়া হারের বদলা নেওয়ার সুযোগ এসে গেল সবুজ-মেরুন শিবিরের সামনে।