IPL 2024: সিএসকের জয়, বিরাটের রেকর্ড, আজ নামছে নাইটরা, দেখে নিন খেলার গুরুত্বপূর্ণ খবরগুলো
Todays Sports Highlights: দেখে নিন দিনের সেরা খেলার খবরগুলো
চেন্নাই: দুবে-জাডেজার যুগলবন্দিতে আরসিবিকে (Royal Challengers Bangalore) ৬ উইকেটে হারাল সিএসকে (Chennai Super Kings)। ১৭৪ রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল রুতুরাজ গায়কোয়াডের দল। রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আজ অভিযান শুরু কেকেআরের। দিনের সেরা খেলার খবরগুলেরা এক ঝলক -
আরসিবিকে হারাল সিএসকে
দুবে-জাডেজার (Dube-Jadeja) যুগলবন্দিতে আরসিবিকে (RCB vs CSK) ৬ উইকেটে হারাল সিএসকে। ১৭৪ রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) দল। ৩৪ রানে অপরাজিত থাকলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবে (Shivam Dube)। ২৫ রানে অপরাজিত থাকলেন জাডেজা। পি চিদাম্বরম স্টেডিয়ামে ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমেই একবার মাত্র ধোনিদের হারাতে পেরেছিল আরসিবি। এরপর থেকে এখনও পর্যন্ত একবারও আর জয় ছিনিয়ে আনতে পারেনি আরসিবি। এবারও পারল না তারা।
বিরাটের রেকর্ড
সিএসকের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে ১১,৯৯৪ রান নিজেদের নামের পাশে যোগ করেছিলেন বিরাট। প্রথম সাত ওভারে মাত্র আটটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন কোহলি। কারণ উল্টোদিকে ফাফ ডু প্লেসি ২৩ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে কোনও ছক্কা না হাঁকালেও ৮টি বাউন্ডারি হাঁকান প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। কোহলি ২০ বলে ২১ রানের ইনিংস খেলেন। মুস্তাফিজুরের বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই একই ভাবে দ্বিতীয় ছক্কা হাঁকাতে দিয়ে রাহানের হাতে জমা পড়েন কিং কোহলি। তবে এর মধ্য়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কুড়ির ফর্ম্যাটে ১২ হাজার রান পূরণ করেন বিরাট।
বেল বাজাবেন গম্ভীর
তাঁর নেতৃত্বে দু-দুবার আইপিএল (IPL) জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১২ ও ২০১৪ - কেকেআরের সোনালি অধ্যায়ের সারথী ছিলেন তিনি। সেই গৌতম গম্ভীর কেকেআরের দ্বিতীয় ইনিংস শুরু করেই পেয়ে গেলেন আর এক স্বীকৃতি। শনিবার, ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ, বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। সেি ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজানোর ডাক পেলেন গম্ভীর।
স্নায়ুর চাপ পন্থের?
প্রত্যাবর্তনের ম্যাচের আগে স্নায়ুর চাপে ভুগছেন বলে জানালেন পন্থ। পাঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের আগে পন্থ বলেছেন, 'স্নায়ুর চাপ টের পাচ্ছি। একটু নার্ভাস লাগছে। সেই সঙ্গে রোমাঞ্চিত। তবে সব কিছু ছাপিয়ে যাচ্ছে আনন্দ। পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে অসম্ভব ভাল লাগছে। কাল প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি।'