এক্সপ্লোর
Advertisement
SRH vs DC, Dream11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি, কারা খেলতে পারেন দু দলের প্রথম একাদশে
Sunrisers Hyderabad vs Delhi Capitals, IPL 2020 :
আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে আজ, মঙ্গলবার মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে দু দল দুই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে। একদিকে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ নিজেদের দুটি ম্যাচেই হেরে কোণঠাসা। পয়েন্ট টেবিলে সকলের নীচে ওয়ার্নাররা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়স আইয়ারের দিল্লি। সম্মুখসমরে কারা খেলতে পারেন দু দলের প্রথম একাদশে, আসুন দেখে নেওয়া যাক।
দলের দুই প্রধান বোলার ইশান্ত শর্মা ও আর অশ্বিনের চোট সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের ব্যাটিংকে নাস্তনাবুদ করে ছেড়েছিল দিল্লি। টুর্নামেন্টের অন্যতম বৈচিত্রময় বোলিং বিভাগ শ্রেয়স আইয়ারের হাতে। অশ্বিনের পরিবর্তে অমিত মিশ্র সফল হয়েছেন। বল হাতে দুরন্ত ফর্মে কাগিসে রাবাডা। শিখর ধবন, পৃথ্বী শ, অধিনায়ক শ্রেয়স প্রত্যেকে রানের মধ্যে। ফিনিশারের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করছেন মার্কাস স্টোইনিস। হাদরাবাদের বিরুদ্ধেও অশ্বিনের খেলার সম্ভাবনা কম। তামিলনাড়ুর ক্রিকেটার জিম শুরু করেছেন। তবে তাঁকে নিয়ে তাড়াহু়ড়ো করতে চান না বলে জানিয়েছেন শ্রেয়স। লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে আরও ২ ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে অশ্বিনকে।
ব্যাটিং নিয়ে সমস্যায় হায়দরাবাদ। শুরুতে ওয়ার্নার-জনি বেয়ারস্টো খেলবেনই। তিনে মণীশ পাণ্ডে। আগের ম্যাচে চোট পাওয়া বিজয় শঙ্করের পরিবর্তে বাংলার ঋদ্ধিমান সাহাকে খেলানো হয়েছিল। ঋদ্ধি রান পেলেও মন্থর ব্যাটিং করে প্রশ্নের মুখে। প্রিয়ম গর্গের ব্যাটিং অর্ডার নিয়ে সংশয় রয়েছে। শঙ্কর সুস্থ হয়ে উঠলে তিনি ফিরতে পারেন দলে। দেখে নেওয়া যাক সম্ভাব্য দল:
সানরাইজার্স হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
জনি বেয়ারস্টো
মণীশ পাণ্ডে
ঋদ্ধিমান সাহা/বিজয় শঙ্কর
মহম্মদ নবি
আব্দুল সামাদ
অভিষেক শর্মা
রশিদ খান
ভুবনেশ্বর কুমার
সন্দীপ শর্মা
খলিল আমেদ/টি নটরাজন
দিল্লি ক্যাপিটালস
শিখর ধবন
পৃথ্বী শ
শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
ঋষভ পন্থ
শিমরন হেটমায়ার
মার্কাস স্টোইনিস
অক্ষর পটেল
অমিত মিশ্র
কাগিসো রাবাডা
অনরিক নর্ৎজে
আভেশ খান
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement