Suryakumar Yadav: আমরাও মানুষ, চিন্তা হয় না বললে মিথ্যে বলা হবে, অকপট স্বীকারোক্তি সূর্যকুমারের
India vs South Africa: আইপিএল নিলামের ভাবনা কি মাঠে নামার সময় মাথায় থাকবে? ডারবানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রথম ম্য়াচের আগে প্রশ্ন করা হয় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।
ডারবান: অনেকে বলছেন, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টি-২০ সিরিজ আসলে আইপিএল নিলামের আগে নিজেদের দর বাড়িয়ে নেওয়ার সবচেয়ে বড় মঞ্চ। এই সিরিজে সফল হতে পারলেই নিলামের টেবিলে গরমা-গরম দাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, আইপিএলের মেগা নিলামের আসর বসবে জেড্ডায়, ২৪ ও ২৫ নভেম্বর। তার আগে এই সিরিজে ব্যাটে বা বলে জ্বলে ওঠা মানে মোস্ট ওয়ান্টেড হয়ে উঠতে পারেন রাতারাতি।
আইপিএল নিলামের ভাবনা কি মাঠে নামার সময় মাথায় থাকবে? ডারবানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রথম ম্য়াচের আগে প্রশ্ন করা হয় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সঙ্গে এ-ও মনে করিয়ে দেওয়া হয় যে, তাঁকে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামের টেবিলে তাঁকে নিয়ে দড়ি টানাটানি হবে না। তবু মতামত জানতে চাওয়া হয় স্কাইয়ের।
সূর্যকুমার অবশ্য রাখঢাক করেননি। সাফ বলে দেন, 'আমরা তো মানুষ। যদি বলি আইপিএল নিলামের কথা মাথায় থাকবে না, তা হলে মিথ্যে বলা হবে। চিন্তা হয় না বললে ভুল বলা হবে। সকলেই পেশাদার ক্রিকেটার।'
ডারবানে টস জিতে ভারতকে প্রথমে ব্য়াটিং করতে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। সূর্য বলে দেন, 'আমরা প্রথমে ব্যাট করে নেওয়ার কথাই ভাবছিলাম। পিচটা দারুণ লাগছে। প্র্যাক্টিস করেছি যে পিচে, তার চেয়ে অনেক ভাল। প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তুলতে চাই। ড্রেসিংরুমে যারা আছে আমার কাজ সহজ করে দিয়েছে। তারা ডাকাবুকো ক্রিকেট খেলছে। ভয়ডরহীনভাবে মাঠে নামছে। ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে যেটা করে, ভারতীয় দলেও সেটাই করছে। একই মনোভাব নিয়ে মাঠে নামে জাতীয় দলের জার্সিতেও।'
ভারতের একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ ও আবেশ খান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: রায়ান রিকেলটন (উইকেটকিপার), এইডেন মারক্রাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, অ্যান্ডাইল সিমেলেন, জেরাল্ড কোয়েৎজে, কেশব মহারাজ ও এন পিটার।
আরও পড়ুন: ভারতের জাতীয় সঙ্গীতের সময় বিপত্তি! কেন দুবার গলা মেলাতে হল সূর্যকুমার-হার্দিকদের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।