PBKS vs MI: হর্ষলের ৩ উইকেট, সূর্য করলেন ৭৮, ২০ ওভারে ১৯২ রান তুলল পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বই
Surykumar Yadav: ৫৩ বলে মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৭৮ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।

মুল্লাপুর: পাঞ্জাব কিংসের (Punjab Kings) নতুন মাঠে ব্যাট হাতে প্রথম ইনিংসে বড় রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সৌজন্যে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূর্যর ৭৮ রানে ভর করে সাত উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলল পল্টনরা। মুল্লাপুরের এই মাঠে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর। তবে বল হাতে তিন উইকেট নিয়ে বেশ নজর কাড়লেন হর্ষল পটেল (Harshal Patel)।
এদিন টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। মুম্বই অধিনায়ক হার্দিক অবশ্য টস জিতলে প্রথমে ব্যাট করতেন বলেই জানান। শুরুটা যে মুম্বইয়ের দারুণ হয়েছিল, তেমন না। কাগিসো রাবাডাকে বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে আট রানে ধরা পড়েন ঈশান কিষাণ। তবে ঈশান আউট হওয়ার পর এদিন তিনে নামা সূর্য দুরন্ত ছন্দে ছিলেন। তিনি এবং রোহিত মিলে পাওয়ার প্লের ছয় ওভারে দলকে ৫৪ রান তুলতে সাহায্য করেন।
রোহিত এবং সূর্যকুমারের দুরন্ত ব্যাটিং রুখতে পাঞ্জাব বোলারদের রীতিমতো বেগ পেতে হয়। অবশেষে রোহিতকে ৩৬ রানে ফিরিয়ে দ্বিতীয় উইকেটে ৮১ রানের পার্টনারশিপ ভাঙেন কারান। কারানই আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। সেট রোহিতের পর সূর্যকেও ফেরান কারানই। ৩৪ বলে অর্ধশতরান পূরণ করা সূর্যকুমারকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। যে মুল্লাপুরের পিচের চরিত্র নিয়ে কথা হয়েছে। যেখানে বড় শট খেলতে চাপে পড়েছেন অনেকেই। সেই পিচেই সূর্য নিজের প্রতিভা প্রমাণ করে দিলেন।
A strong total on the board, now onto the bowlers! 👊
— Mumbai Indians (@mipaltan) April 18, 2024
Let's go, Paltan 💙#MumbaiMeriJaan #MumbaiIndians #PBKSvMI pic.twitter.com/H7N8M9aq6N
তারকা ব্যাটারের ৭৮ রানের ইনিংস সাজানো ছিল সাতটি চার ও তিনটি ছক্কায়। সূর্য আউট হওয়ার পাঞ্জাব ম্যাচে ফিরে আসে। তিলক বর্মা ৩৪ রানে অপরাজিত থাকলেও, মুম্বইয়ের হয়ে আর কেউই আর তেমন বড় রান করতে পারেননি। অধিনায়ক হার্দিক ১০, টিম ডেভিড ১৪ রানে আউট হন। হর্ষল পটেল শেষের দিকে ভাল বোলিং করে তিন উইকেটে ইনিংস শেষ করেন। স্যাম কারান নেন দুই উইকেট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুন, তবে..... অভিনব উপায়ে লখনউয়ে ধোনিকে স্বাগত জানাল LSG
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
