IPL 2023: শাকিবের পরিবর্ত হিসেবে কেকেআর দলে নিতে পারে এই ৫ তারকা ক্রিকেটারকে
KKR: প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে কেকেআরকে। দ্বিতীয় ম্যাচে আগামী ৬ এপ্রিল আরসিবির বিরুদ্ধে ইডেনে খেলতে নামছে নীতিশ রানার দল।
কলকাতা: আইপিএল শুরুর আগে থেকেই ধোঁয়াশা ছিল। এখনও পর্যন্ত সরকারি কোনও বিবৃতি না এলেও সূত্রের খবর, পুরো আইপিএলেই (IPL 2023) হয়ত দেখা যাবে না শাকিব আল হাসানকে (Shakib Aal Hasan)। এই পরিস্থিতিতে কেকেআর (Kolkata Knight Riders) শিবিরও শাকিবের বিকল্প হিসেবে কাকে নেওয়া যায়, সেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ৫ ক্রিকেটার, যাঁদের শাকিবের পরিবর্ত হিসেবে দলে নিতে পারে নাইট রাইডার্স -
দাসুন শনাকা
শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছরে বারবার নিজের জাত চিনিয়েছেন এই অলরাউন্ডার। মিডল অর্ডারে হোক বা লোয়ার অর্ডারে ব্যাট হাতে ম্যাচের গতি প্রকৃতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে গত বছর শ্রীলঙ্কা অধিনায়ক হিসেবে এশিয়া কাপে খেলেছেন। যদি শনাকাকে দলে নেয় নাইট শিবির, তবে লিডারশিপ গ্রুপেরও একজন সদস্য পেয়ে যাবে তাঁরা।
অ্যাডাম মিলনে
শাকিব নিজে একজন অলরাউন্ডার। তিনি ছাড়া আন্দ্রে রাসেল একমাত্র পরীক্ষিত অলরাউন্ডার শিবিরে। এছাড়া উমেশ যাদব ও টিম সাউদির মতো তারকা পেসারদের ব্যাটের হাতও খুব ভাল। রয়েছেন শার্দুল ঠাকুরও। তবে অ্যাডাম মিলনেও এই পরিস্থিতিতে একটি বিকল্প হতে পারে। কিউয়ি পেসার লকি ফার্গুসন দলে রয়েছেন। কিন্তু লকির চোট রয়েছে। তাই অ্যাডাম মিলনেকে ব্য়াক আপ হিসেবে ভাবতেই পারে কেকেআর।
মহম্মদ নবি
গত বছর কেকেআর শিবিরে খেলেছেন মহম্মদ নবি। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। নবি আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল অভিজ্ঞতা সম্পন্ন একজন অলরাউন্জার। বিশ্বজুড়ে একাধিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই আফগান অলরাউন্ডার। শাকিবের মতই মিডল অর্ডারে ব্যাট করতে পারেন ও স্পিন বোলিং করেন নবি। গত বছর না খেলার সুযোগ পেলেও এবার নবিকে দলে নিয়ে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে নাইটদের।
ওয়েন পার্নেল
ডানহাতি পেসার রয়েছেন কেকেআর শিবিরে। দক্ষিণ আফ্রিকার তারকা বাঁহাতি পেসার ওয়েন পার্নেল এই মুহূর্তে সাদা বলের ফর্ম্য়াটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দীর্ঘদিন আইপিএল না খেললেও এই ফর্ম্যাটে প্রচুর অভিজ্ঞতা রয়েছে পার্নেলের। কলকাতা শিবিরে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন পার্নেল। ব্যাটের হাতও তাঁর ভাল।
টম ল্যাথাম
নিউজিল্য়ান্ডের উইকেট কিপার ব্য়াটার টম ল্যাথামের উপমহাদেশের মাটিতে দুর্দান্ত রেকর্ড রয়েছে। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলে সাফল্য পেয়েছেন অনেক। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ল্যাথামের স্ট্রাইক রেট ১৩৩.৬৪। নাইট ব্যাটিং লাইন আপের অ্যাঙ্কর রোল প্লে করতে পারেন তিনি। শাকিবের পরিবর্ত হিসেবে যদি ল্যাথামকে দলে নেয় নাইট শিবির, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।