(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: কবে থেকে শুরু বিক্রি? ইডেনে এ মরশুমের আইপিএল ম্যাচগুলির টিকিটমূল্য় কত?
KKR: ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে সানরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করছে কেকেআর।
কলকাতা: আর দিন দশেকের অপেক্ষা। তারপরেই ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2024) ১৭তম মরশুম। ধীরে ধীরে চড়ছে উদ্দীপনা, উন্মাদনার পারদ। আইপিএলের রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে গলা ফাটাতে তৈরি নাইট আর্মি। কিন্তু মাঠে কেকেআরের খেলা দেখার জন্য ঠিক কত টাকা ব্যয় করতে হবে? কবে থেকেই বা শুরু হবে টিকিট বিক্রি?
লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবার আগের মরশুমগুলির মতো একসঙ্গে আইপিএলের গোটা সূচি ঘোষণা করা হয়নি। দুইভাগে সূচি ঘোষণা করা হবে। প্রথমার্ধের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে কেকেআরের তিনটি ম্যাচ রয়েছে। এই তিন ম্যাচের মধ্যে ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই, অর্থাৎ ২৩ মার্চ শনিবার কেকেআর ঘরের মাঠে সানরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করছে।
সরকারি ঘোষণা এখনও বাকি। তবে খবর অনুযায়ী এই ম্যাচ তথা কেকেআরের গ্রুপ পর্বের বাকি ছয় ম্যাচের জন্য সর্বনিম্ন ৭৫০ টাকা টিকিটমূল্য ধার্য করা হয়েছে। আর ইডেন গার্ডেন্সে সর্বাধিক টিকিটমূল্য ৮৫০০ টাকা। এছাড়া ১০০০, ১৫ূ০০, ২০০০, ৩০০০, ৩৫০০ টাকার টিকিটও থাকছে। সূত্রের খবর অনুযায়ী সামনের সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।
প্রসঙ্গত, আইপিএলের আগেই নিজের নাম সরিয়েছেন ইংল্যান্ড তারকা জেসন রয়। কেকেআরের হয়ে এ মরশুমে খেলতে দেখা যাবে না তাঁকে। তাঁর বদলে ইংল্যান্ডেরই এক তারকাকে বেছে নিয়েছে কেকেআর। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন সল্ট। কিন্তু তাঁকে এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দল। নিলামে যদিও অবিক্রিত ছিলেন। এবার সল্টকে তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকা মূল্যেই দলে নিয়ে নিল কেকেআর।
ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২ টো শতরান হাঁকিয়েছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুটো সেঞ্চুরি রয়েছে সল্টের। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ৪৮ বলে শতরান হাঁকিয়েছিলেন। যা ইংল্যান্ডের জার্সিতে যে কোনও ব্যাটারের যুগ্মভাবে দ্রুততম শতরান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নারকেল ফাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিসে নেমে পড়লেন হার্দিক, চলল মিষ্টিমুখ